ইন্দোর, ৩ মার্চ: ইন্দোরের পিচ দেখে মনে হচ্ছিল মঙ্গলের মাটি। কেউ আবার বলছিলেন, পিচ তো নয় যেন বর্ষার পর খানাখন্দে ভরা কাঁচা রাস্তা! বল কখনও একেবারে নিচু হচ্ছে, তো আবার কখনও গর্তে পড়ে যেখানে সেখানে চলে যাচ্ছে। ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চের আগেই শেষ হয়ে যায় খেলা। খারাপ পিচে ভাল খেলে আয়োজক ভারতকে ৯ উইকেটে হারায় অজিরা। মাত্র সাতটা সেশনেই শেষ হয়ে যায় খেলা। ইন্দোরের হোলকারের পিচ দেখে সবাই তাজ্জব। সবার এক প্রশ্ন, কী করে এমন পিচ তৈরি হল। প্রত্য়াশামতই ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচ আইসিসি-র কাছে পুওর রেটিং পেল। সঙ্গে ইন্দোরের পিচ তৈরির জন্য সতর্কও করে দেওয়া হল।
ম্যাচ রেফারি ক্রিস ব্রড দু দলের অধিনায়কের সঙ্গে কথা বলে পিচ নিয়ে আইসিসি-র কাছে উদ্বেগ প্রকাশ করেন। এরপর সব দিক খতিয়ে দেখে পুওর পিচের জন্য হোলকার স্টেডিয়াম তিনটি ডেমরিট পয়েন্ট পেল। এই শাস্তির বিরুদ্ধে আবেদন জানাতে বিসিসিআইকে ১৪দিন সময় দেওয়া হয়েছে। প্রসঙ্গত, হোলকারে টেস্টের প্রথম দিনেই পিচ থেকে ধুলো উড়ছিল, অসমান বাউন্সে নাজেহাল ছিলেন ব্য়াটাররা। ভারত প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অল আউট হয়ে যায়। দু দিনে দু দলের মোট ৩০টি উইকেট পড়েছিল।
দেখুন আইসিসি-র বার্তা
Lo ji. #indorepitch #Indoretest pic.twitter.com/HBVU8TiV0P
— Jamie Alter 😷 🇮🇳 (@alter_jamie) March 3, 2023
দেখুন ইন্দোরের পিচের ছবি
The Indore pitch for the third Test has been rated as 'poor' by the ICC 👀 #INDvAUSpic.twitter.com/KWJGOUYHfG
— 7Cricket (@7Cricket) March 3, 2023
ইন্দোরের পিচের ছবি
This is the pitch in Indore 👀 it looks like a dry river bed!#INDvAUS #INDvsAUS #BGT2023 pic.twitter.com/KQ3y68AMWm
— 🏏Flashscore Cricket Commentators (@FlashCric) March 2, 2023
অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজাকে করা রবীন্দ্র জাদেজার একটা ডেলিভারিতে পিচের কিছুটা অংশে মাটি খসে যেতেও দেখা যায়। ঘূর্ণ পিচ করে টিম ইন্ডিয়াকে সুবিধা করে দিতে, শেষ অবধি রোহিত শর্মারদেরই সবচেয়ে বিপদে ফেলেন আয়োজকরা। টার্নিং পিচের বদলে আন্ডার পিপেয়ার্ড পিচ করে আইসিসি-র কাঠগড়ায় উঠলেন মধ্যপ্রদেশের ক্রিকেট সংস্থার কর্তা ও পিচ কিউরেটাররা।
এর আগে বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম দুটি টেস্ট- নাগপুর ও দিল্লির পিচকে 'বিলো অ্যাভারেজ' বা গড়পড়তার চেয়ে খারাপ রেটিং দিয়েছিল আইসিসি। প্রসঙ্গত, ধর্মশালায় বাতিল হওয়ার পর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল ইন্দোরে। পিচ যে আন্ডার পিপেয়ার্ড তা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন ছিল না।