![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/rajat-patidar.jpg?width=380&height=214)
IPL 2025: আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৫-এর নতুন মরসুমের জন্য তৈরি হচ্ছে সব দল। নতুন মরসুমের আগে, সম্প্রতি ঘোষণা করা হয় যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ২০২৫ এর জন্য তাদের অধিনায়কের নাম প্রকাশ করবে। আসলে গত কয়েক বছর ধরে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ফাফ ডু প্লেসিস। তবে মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং আরসিবির নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে অনেক রিপোর্ট সামনে আসে। যেখানে অনেকেই অভিজ্ঞ বিরাট কোহলিকে আরও একবার দায়িত্ব নেওয়ার জন্য সমর্থন করেছেন আবার কোথাও রজত পাটিদারকেও এগিয়ে রাখার গুঞ্জন শুরু হয়। আজ সব জল্পনার অবসান ঘটিয়ে আইপিএল ২০২৫-এ রজত পাটিদারকে আরসিবির নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। নিজেদের প্রথম আইপিএল ট্রফির খোঁজে বেঙ্গালুরু আশা করবে, তাদের নতুন অধিনায়ক আইপিএলের নতুন মরসুমে সৌভাগ্য ও ট্রফি নিয়ে আসবে। CSK Official Match Jersey For IPL 2025: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সিজন ১৮ এর আগে অফিসিয়াল জার্সির উন্মোচন করল চেন্নাই সুপার কিংস
আরসিবির নয়া অধিনায়ক রজত পাটিদার
A new chapter begins for RCB and we couldn’t be more excited for Ra-Pa! 🤩
From being scouted for two to three years before he first made it to RCB in 2021, to coming back as injury replacement in 2022, missing out in 2023 due to injury, bouncing back and leading our middle… pic.twitter.com/gStbPR2fwc
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 13, 2025
আরসিবির আগের অভিযানের কথা বলতে গেলে, এখনও পর্যন্ত ট্রফি দিক থেকে দলটি বেশ দুর্ভাগ্যজনক। তিনটি ফাইনাল হেরে দলটি আশা করবে আইপিএল ২০২৫-এ গল্পটা অন্যরকম হবে। আরসিবি আইপিএল ২০২৫ মেগা নিলামে বেশ সক্রিয় ছিল। ফিল সল্ট, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন এবং আরও অনেক বড় নামকে দলে নিয়েছে তারা। একটি শক্তিশালী কোর নিয়ে রজত পাটিদারের নতুন নেতৃত্বে টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় দলের নতুন যুগের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত সবাই। উল্লেখ্য, পাটিদার সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দেন এবং দলকে ফাইনালে পৌঁছাতে সাহায্য করেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ২০২৫ স্কোয়াড (Royal Challengers Bengaluru Final Squad for IPL 2025)
বিরাট কোহলি, রজত পাটিদার (অধিনায়ক), যশ দয়াল, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জিতেশ শর্মা, জশ হ্যাজেলউড, রসিখ সলাম দার, সুয়শ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপনিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান তুষারা, মনোজ ভান্ডেজ, জ্যাকব বেথেল, দেবদত্ত পাডিক্কল, লুঙ্গি এনগিডি, স্বস্তিক চিক্কারা, অভিনন্দন সিং, মোহিত রাঠি।