Jammu And Kashmir Situation (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৩ ফেব্রুয়ারি: পাকিস্তানি সেনাকে (Pakistani Army) শিক্ষা দিল ভারত (India)। একটানা গুলি চালিয়ে, মর্টার ছুঁড়ে পাক সেনাকে উচিত শিক্ষা দেন ভারতীয় জওয়ানরা (Indian Army)। বুধবার বিকেল থেকে জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) পুঞ্চের কৃষ্ণ ঘাঁটি সেক্টর লক্ষ্য করে পাকিস্তানি সেনা হঠাৎ গুলি চালাতে শুরু করে। কোনও ধরনের প্ররোচনা ছাড়াই সেনা সেনা গুলি চালায়। যার পালটা উত্তর দেয় ভারত। বৃহস্পতিবার সকালে ফের পাক জওয়ানরা গুলি চালানো শুরু করলে, ভারতীয় সেনার তরফে কড়া জবাব দেওয়া হয়। ভারতীয় সেনা জওয়ানদের ছোঁড়া গুলিতে সীমান্তের ওপারের বেশ কয়েকজন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর তবে সংখ্যাটা ঠিক কত, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কছু জানা যয়ানি। যদিও পাক সেনার ক্ষয় ক্ষতির পরিমাণ বেশ গভীর বলেই মনে করছে প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক সূত্র।

কাশ্মীরে কড়া নিরাপত্তার মোড়ক...

 

মঙ্গলবার আখনুরে আইইডি বিস্ফোরণ হয়। যার জেরে ২ জওয়ানের মৃত্যু হয়। আইইডি বিস্ফোরণের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার থেকে সীমান্ত লক্ষ্য করে কৃষ্ণ ঘাঁটি সেক্টরে গুলি বর্ষণ শুরু করে পাকিস্তান। পাক সেনাকে উচিত শিক্ষা দিয়ে একের পর এক রাউন্ড করে যেমন গুলি চালানো হয়, তেমনি মর্টারও ছোঁড়েন ভারতীয় জওয়ানরা। যার জেরে পাক সেনার প্রভূত ক্ষয় ক্ষতি হয়েছে বলে পিটিআই সূত্রে খবর।

প্রসঙ্গত ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানি সেনার মধ্যে সীমান্তে যুদ্ধ বিরতি চুক্তি নতুন করে স্বাক্ষরিত হয়। ২০২১ সালের পর থেকে সীমান্তে সেভাবে উত্তেজনা ছড়ায়নি। তবে এবার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের দিকে গুলি ছুঁড়তে ফের শুরু করে পাকিস্তান। এরপরই পালটা উত্তর পেয়ে কার্যত চুপ হয়ে যায় পাক সেনা।