'আয়নাঘর' এ মহম্মদ ইউনূস (ছবিঃX)

নয়াদিল্লিঃ বুধবার, শেখ হাসিনা (Sheikh Hasina)সরকারের 'আয়নাঘর' পরিদর্শন করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস(Muhammad Yunus)। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ আধিকারিকেরা। এ ছাড়াও ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টারা।‘আয়নাঘরে’ ঢুকে বিভিন্ন গোপন কক্ষ পরিদর্শন করেন ইউনূস। পরে ইউনূসের দফতরের তরফে একাধিক ছবি প্রকাশ করা হয়। যাতে দেখা গিয়েছে ছোট ছোট জানালাহীন কুঠুরি। ঘরের মাঝে রাখা একটি চেয়ার, যেখানে বসিয়ে বন্দিদের নির্যাতন করা হত বলে অনুমান।

আয়নাঘর' পরিদর্শনে দলবল নিয়ে হাজির  ইউনূস

শেখ হাসিনার আমলে লোকচক্ষুর আড়ালেই রাখা হল এই কুখ্যাত 'আয়নাঘর'কে। এই 'আয়নাঘর' নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। হাসিনার সময়কালে বাংলাদেশের বহু সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে এই ঘরে উঠতে থাকে এমন সব অভিযোগ। এরপর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে এই সংক্রান্ত বিষয়ে তদন্তের নির্দেশ দেয়। গঠন করা হয় তদন্ত কমিশন। এদিন ইউনূসের সঙ্গে 'আয়নাঘর' পরিদর্শনে যান তদন্ত কমিশনের সদস্যরাও। আয়নাঘর পরিদর্শনের পর ইউনূস বেরিয়ে এসে বলেন, "নৃশংস কর্মকাণ্ড হয়েছে এখানে তার প্রমাণ রয়েছে। যতই শুনি, তত অবিশ্বাস্য লাগে! এটাই আমাদের জগৎ?আমাদের সমাজ? যাঁরা নিগৃহীত হয়েছেন, তাঁরাও আমাদের সমাজেই আছেন। বেশকিছু জিনিসের কোনও ব্যাখ্যা নেই।" হাসিনার সময়কালের অত্যাচারের নমুনা তুলে ইউনূস আরও বলেন, "বিনা দোষে সাধারণ মানুষকে তুলে আনা হত এখানে। জঙ্গি অপবাদ দিয়ে দীর্ঘদিন আটকে রাখা হত। এরকম বন্দিশালা দেশজুড়ে আরও রয়েছে যার মোট সংখ্যা এখনও জানা যায়নি।"