![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/44-198.jpg?width=380&height=214)
লক্ষ্মীবারে ফের বদলে গেল সোনার দাম। বুধবার খানিকটা সস্তা হয়েছিল সোনা। তবে বৃহস্পতিবার ফের বেড়ে গেল সোনার দাম। গত কয়েক দিন ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী।যে হারে সোনার দাম বাড়ছে, তাতে মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীদের। সোনা কিনতে গিয়ে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে ক্রেতাদের। এই পরিস্থিতিতে কবে সোনার দাম কমবে,
তার অপেক্ষায় সকলে। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে...
কলকাতায় সোনার দাম কত?
বৃহস্পতিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭ হাজার ৯৮০ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৯৪০ টাকা। অর্থাৎ, সোনার দাম বাড়ল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৭০৫ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ৬৬৭ টাকা। ফলে সোনার দাম বাড়ল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৭৯ হাজার ৮০০ টাকা। গতকাল ছিল ৭৯ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮৭ হাজার ৫০ টাকা। গতকাল ছিল ৮৬ হাজার ৬৭০ টাকা।
দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৯,৫৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৬,৮১০ টাকা।রুপোর দাম আজ অপরিবর্তিতই রয়েছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ হবে ৯ হাজার ৯৫০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ৯৯ হাজার ৫০০ টাকা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। জানুয়ারি মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।