Shab E Barat Wishes (File Image)

Shab E Barat: আজ শবে বরাত। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের মধ্যে অন্যতম হল শবে বরাতের রাত। শবে বরাতের রাত জানান দেয় রমজানের আগমনী বার্তা। শবে বরাত (Shab E Barat 2025) কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। প্রতি বছর হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়।আপনার জন্য রইল শবে বরাতের একগুচ্ছ শুভেচ্ছা বার্তা।

Shab E Barat Wishes (File Image)

 

Shab E Barat Wishes (File Image)

 

Shab E Barat Wishes (File Image)

 

Shab E Barat Wishes (File Image)