শেষযাত্রায় সত্যেন্দ্র দাস(ছবিঃANI)

নয়াদিল্লিঃ শেষযাত্রায় অযোধ্যার রামমন্দিরের(Ram Temple) প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস(Acharya Satyendra Das)। বুধবার, লখনউয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর অযোধ্যায় আনা হয় তাঁর দেহ। আজ, বৃহস্পতিবার সকালে দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়। এদিন সত্যেন্দ্রনাথ দাসের শেষযাত্রায় অংশ নিয়েছিলেন বহু ভক্ত। ফুল দিয়ে সাজানো হয় তাঁর গাড়ি।

শেষকৃত্যের পথে আচার্য সত্যেন্দ্রনাথ দাস

প্রসঙ্গত, ৮৫ বছর বয়সে চলে গেলেন রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। গত ৩ ফেব্রুয়ারি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে লখনউয়ের হাসপাতালে ভর্তি হন। নিউরোলজি বিভাগের এইচডিইউতে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকদের সর্বক্ষণের পর্যবেক্ষণে ছিলেন। পাশাপাশি বয়সজনিত একাধিক সমস্যা ছিল তাঁর শরীরে। টানা ১১ দিনের লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সত্যেন্দ্রনাথ দাসের মৃত্যুতে ভক্তমহলে শোকের ছায়া। প্রসঙ্গত, মাত্র ২০ বছর বয়সে আধ্যাত্মিক জীবনে পা দিয়েছিলেন আচার্য সত্যেন্দ্র দাস। নির্বাণা আখড়ার সন্ন্যাসী ছিলেন তিনি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের সময় অস্থায়ী মন্দিরের পুরোহিত ছিলেন সত্যেন্দ্র দাস। সেই সময় টানা ৯ মাস কার্যভার সামলেছিলেন।

 শেষযাত্রায় অযোধ্যার রামমন্দিরের পুরোহিত আচার্য সত্যেন্দ্রনাথ দাস, দেখুন ভিডিয়ো

অযোধ্যার বাড়িতে আনা হল দেহ