![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/09/68-13.jpg?width=380&height=214)
ICC ODI Rankings: পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র এক সপ্তাহ বাকি, আট দলের টুর্নামেন্টে ৫০ ওভারের ক্রিকেটে শীর্ষ ব্যাটিং পজিশনের জন্য প্রতিযোগিতা জমজমাট হয়ে উঠেছে। আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে পাকিস্তানের বাবর আজমের (Babar Azam) এক নম্বর ব্যাটারের কাছাকাছি চলে এসেছেন ভারতীয় ব্যাটার শুভমন গিল (Shubman Gill)। গিল ছাড়াও ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পাকিস্তানের ব্যাটার বাবর আজম সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও ইংল্যান্ডের চলমান ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর শুভমন গিল এবং রোহিত শর্মা কাছাকাছি রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাক-টু-ব্যাক হাফ সেঞ্চুরির পর বাবরের থেকে মাত্র পাঁচ রেটিং পয়েন্ট পিছিয়ে ওয়ানডে ব্যাটার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন শুভমন গিল৷ Babar Azam: ফ্যানদের তাঁকে 'কিং' বলে ডাকতে না বলে নয়া আর্জি বাবর আজমের, দেখুন ভিডিও
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং
Shubman Gill gets within touching distance of Babar Azam 👌
Usman Khawaja & Temba Bavuma rise up the charts ⬆️
The latest ICC Men's Player Rankings are here 🤩
More ➡️ https://t.co/U0k2Z24iJi pic.twitter.com/cNZ3zu6rTg
— ICC (@ICC) February 12, 2025
শুভমন গিল ও রোহিত শর্মা ছাড়াও বিরাট কোহলি ষষ্ঠ স্থানে রয়েছেন এবং শ্রেয়স আইয়ার আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে দশ নম্বরে উঠে এসেছেন। এছাড়া ফখর জামান (১৩তম), কেন উইলিয়ামসন (২৯তম), জস বাটলার (৩৮তম), ডেভন কনওয়ে (৪০তম) এবং জো রুট (৫১তম) সম্প্রতি ৫০ ওভারের ক্রিকেটে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের উল্লেখযোগ্য নাম। এদিকে আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে রাশিদ খান, মহিশা থিকশানা, বার্নার্ড শলৎস, শাহিন শাহ আফ্রিদি ও কুলদীপ যাদবের মধ্যে পার্থক্য মাত্র ৮ রেটিং পয়েন্ট। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরে আসা ভারতীয় জুটি রবীন্দ্র জাদেজা (১১তম) এবং মহম্মদ শামি (১৩ তম) শীর্ষ দশের ঠিক বাইরে রয়েছেন। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মহম্মদ নবী এক নম্বরে, নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার (দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে) রয়েছেন।