East West Metro SHutdown (Photo Credit: X@airnews_kolkata)

আজ থেকে দু'দফায় ৮ দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সিগন্যাল এবং অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য মেট্রোরেল, দু-দফায় আট দিন ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় আজ থেকে রবিবার এবং দ্বিতীয় দফায় আগামী বৃহস্পতিবার ২০ তারিখ থেকে ২৩ শে ফেব্রুয়ারি হাওড়া ময়দান- এসপ্ল্যানেড এবং শিয়ালদা ও সেক্টর ফাইভের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। এর জেরে নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কিছু বছর আগে মেট্রোর কাজের জেরে বউবাজারের ক্ষতির মুখে পড়েছিলেন বাসিন্দারা। কীভাবে মেট্রো ছুটবে তা নিয়ে শঙ্কায় ছিলেন বিশেষজ্ঞরা। অবশেষে কাটতে চলেছে সেই শঙ্কা। বউবাজার অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে। তার প্রস্তুতির জন্য এই সপ্তাহে আজ থেকে রবিবার পর্যন্ত চারদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো।মেট্রো রেল সূত্রে খবর, ইতিমধ্য়েই ট্য়ানেলে মূল নির্মাণকাজ শেষ হয়েছে, তবে বাকি রয়েছে সিগানালিং সহ একাধিক কাজ। সব ঠিক সময় মতো শেষ হলে এই বছরেরই প্রথমার্ধের মধ্য়ে হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা পাবে শহরবাসী।

হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল করে। আরেকদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল করে। দুটো গুরুত্বপূর্ণ রেলস্টেশন যেমন রয়েছে তেমনই রয়েছে সেক্টর ভাইভ এবং ধর্মতলার মতো অফিস পাড়া। ফলে দুদিকেই প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী হয়। সপ্তাহের মাঝে পরিষেবা বন্ধ থাকলে বিপাকে পড়তে পারেন যাত্রীরা। তবে বউবাজার জুড়ে গেলে মেট্রো পরিষেবা আরও একধাপ এগোবে।