২০ জুন ১৯৪৭-এ অখণ্ড বাংলা বিধানসভায় বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।সেই থেকে এই দিনটিকে "পশ্চিমবঙ্গ দিবস" বা পশ্চিমবঙ্গ গঠন দিবস হিসাবে বিভিন্ন সংগঠন পালন করে। তবে বর্তমানে রাজ্য সরকার এই দিনটির বদলে ১লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছে।

২০২৩সালে ব্যাপক জল ঘোলা হয় বাংলা দিবস বা  পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে। এত দিন মূলত ভারতীয় জনতা পার্টি (BJP) ২০ জুনকে বাংলা দিবস হিসাবে পালন করত। এই দিসবটি পালিত হয় রাজভবনেও। গত বছরও বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ২০ জুন তারিখেই রাজভবনে পালন করেছিলেন ‘বাংলা দিবস’। এই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতর। কেন ২০ জুন ওই দিবস পালন করা হবে তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস । সেই সঙ্গে ২০ জুন তারিখকে বাংলা দিবস হিসাবে মানতে চাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, ১লা বৈশাখ পালন করা হবে ‘বাংলা দিবস’। সেই সঙ্গে ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

সেই আবহেই এবার অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল তথা ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৈয়দ আবদুল নাজির বঙ্গবাসীকে এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

 

পিছিয়ে নেই বঙ্গ বিজেপি। তারাও এই দিনটিকে বাংলা দিবস হিসাবে মান্যতা দিয়ে শুভেচ্ছা বার্তা শেয়ার করেছে এক্স হ্যান্ডেলে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)