ইদের নেমতন্ন সব্যসাচী দত্তকে দিয়েছিলেন, আর সেই কারণেই তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীরা হামলা চালাল এক তৃণমূল কর্মীর ওপর। শুক্রবার এমনটাই অভিযোগ জানালেন হাজি ইসরার আহমেদ নামে এক তৃণমূল কর্মী। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা। তবে ভরদুপুরে রাজারহাট (Rajarhat) নারায়ণপুরে যেভাবে গুলি চলল, তারপর থেকে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ আসার পর পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। যদিও ঘটনার পর তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এখনও কোনও মন্তব্য করেননি।
সব্যসাচীর অনুগামীর ওপর হামলা
সূত্রের খবর, ইসরার আসলে সব্যসাচীর অনুগামী। এদিন নারায়ণপুরের ইজরায়েলি পাড়ায় আচমকাই তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চলে। ভয়ে ইসরার বাড়ির ভেতরে ঢুকে পড়েন। তারপরে হামলাকারীরাও বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এমনকী বাইরের বাইরে থাকা একটি স্কুটি ও কিছু আসবাবেও ভাঙচুড় চালায় তাঁরা। পরে পুলিশ আসার কিছুক্ষণ আগেই পালিয়ে যায় আততায়ীরা।
দেখুন ভিডিয়ো
View this post on Instagram
তাপস চট্টোপাধ্যায় কোনও প্রতিক্রিয়া দেননি
জানা যাচ্ছে, বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত ইদের দিন ইসরার বাড়িতে এসেছিলেন। তারপর থেকেই ক্ষুব্ধ রয়েছেন তাপস। ইসরার অভিযোগ, সেই ক্ষোভেই তাপস চট্টোপাধ্যায় গুন্ডা পাঠিয়েছিলেন। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেননি তাপস। যদিও এই ঘটনার কড়া নিন্দা করেছেন সব্যসাচী।