টাকার জন্য অন্তঃসত্ত্বাকে  (Pregnant Woman) ফিরিয়ে দিল হাসপাতাল (Hospital)। ১০ লক্ষ টাকা না দিলে অন্তঃসত্ত্বা মহিলাকে কিছুতেই ভর্তি করা হবে না। পুণের (Pune) দীননাথ মঙ্গেশকর হাসপাতালের তরফে এক মহিলার পরিবারকে এমনই জানানো হয়। ভর্তির আগেই ১০ লক্ষ টাকা জমা করতে হবে। তবেই তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হবে বলে দীননাথ মঙ্গেশকর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়। তবে ওই মহিলার পরিবারের কাছে ১০ লক্ষ টাকা তখন ছিল না। ফলে তাঁকে ওই হাসপাতালে ভর্তি নেওয়া হবে না বলে স্পষ্ট জানানো হয়। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে নিয়ে তাঁর বাড়ির লোকজন অন্য হাসপাতালে যাওয়ার চেষ্টা করেন। অন্য হাসপাতালে যাওয়ার পথে অনেকটা দেরি হয়ে যায়। ফলে অন্ঃসত্ত্বা মহিলার শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হতে শুরু করে। শেষরক্ষা হয়নি এরপর। পরিস্থিতি বিগড়ে যাওয়ায় অন্য হাসপাতালে ভর্তি করার পরও মৃত্যু হয় ওই মহিলার। পুণের থেকে এবার এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসে। যা সামনে আসতেই মানুষের মধ্যে জল্পনা শুরু হয়।

আরও পড়ুন: Kerala High Court: অন্তঃসত্ত্বা নাবালিকা হলেও ৯ মাসের গর্ভাবস্থার চিকিৎসা বন্ধ করা যাবে না, রায় কেরল আদালতের

হাসপাতাল ফেরাল চাকার জন্য, মৃত্যু অন্তঃসত্ত্বার...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)