
দিল্লি, ৪ এপ্রিল: বৃদ্ধ শ্বশুরের (Father-In-Law) ভরসার লাঠি কেড়ে নিয়ে তাঁকে পেটানো হচ্ছে। খোলা উঠোনে বসে অসহায়ভাবে বউমার (Daughter-In-Law) মার খাচ্ছেন এক বৃদ্ধ। এবার এমনই একটি মর্মান্তিক ছবি উঠে এল উত্তরপ্রদেশ থেকে। যেখানে খোলাখুলি শ্বশুর পেটাতে শুরু করেন তাঁর পূত্রবধূ। শুনতে অবাক লাগলেও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনোরের (Bijnor) মানুষ সাক্ষী রইলেন এমনই একটি ঘটনার। যেখানে উঠোনের মাঝে শ্বশুরকে বসিয়ে তাঁকে বেদম মারধর করেন পুত্রবধূ।
জানা যায়, জমির লোভে শ্বশুরকে মারধর করেন ওই মহিলা। শ্বশুরের নামে যে জমি রয়েছে, তা যাতে তিনি লিখে দেন, তার জন্যই নির্মম অত্যাচার চালান ওই মহিলা। ওই বৃদ্ধের ছেলে তখন বাড়িতেই ছিলেন। কিন্তু বাবার উপর অত্যাচার হচ্ছে দেখেও তিনি চুপ ছিলেন। ফলে ওই ব্যক্তির স্ত্রী ক্রমাগত শ্বশুরকে লাঞ্ছনা দিতে শুরু করেন।
ওই ঘটনার পর বৃদ্ধের ছেলে এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায়। আপাতত পুলিশ ঘটনার তল্লাশি শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, বিজনোরের বাসিন্দা ওই বৃদ্ধের ২ সন্তান। ২ জনই ছেলে। ছোট ছেলের নামে যাতে কোনও সম্পত্তি না থাকে, সেই চেষ্টা চালান বড় ছেলে এবং তাঁর স্ত্রী। ছোট ছেলের কাছে জমিজমা হড়পের জন্যই শ্বশুরের উপর পরিকল্পনা করে মারধর চালান ওই মহিলা।
ওই ঘটনার পর বিজনোরের কোতওয়ালি এলাকায় স্বদেহি গ্রামের নিকটবর্তী থানায় ওই দম্পতির বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। সেই সঙ্গে শ্বশুর যেভাবে পুত্রবধূ মারধর করেন, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর মানুষের মোবাইলের স্ক্রিনে হাতে হাতে ঘুরতে শুরু করে। ফলে ওই মহিলা এবং তাঁর স্বামীর বিরুদ্ধে নিন্দায় মুখর হন মানুষজন।