Punjab Constable Amandeep Kaur (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৪ এপ্রিল: এবার মাদক সমেত ধরা পড়লেন পাঞ্জাব পুলিশের এক কনস্টেবল (Punjab Constable)। পাঞ্জাব পুলিশের জনপ্রিয় মহিলা কনস্টেবল আমনদীপ কউরকে পাকড়াও করা হয় হেরোইন সমেত। রিপোর্টে প্রকাশ, আমনদীপ কউরের কাছে ১৭.৭১ গ্রাম হেরোইন (Heroin) পাওয়া গিয়েছে। মাদক সমেত তাঁকে গ্রেফতার করা হয়। নিজের থর নিয়ে পাঞ্জাব থেকে হরিয়ানায় যাচ্ছিলেন আমনদীপ (Amandeep Kaur) ওই মাদক পাচারের উদ্দেশে। আমনদীপ ধরা পড়তেই তা নিয়ে হুলুস্থূল শুরু হয়।

জানা যায়, ভাটিন্ডা পুলিশের (Police) তরফে আমনদীপ কউরকে গ্রেফতার করা হয়। ভাটিন্ডা পুলিশ লাইনেই  কর্মরত ছিলেন আমনদীপ কউর। বেশ কিছুদিন ধরেই আমনদীপের গতিবিধির উপর পুলিশ নজর রাখছিল। অবশেষে ভাটিন্ডার এসএসপি তাঁকে গ্রেফতার করেন। মাদক-সমেত আমনদীপ ধরা পড়তেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন: Viral Video Of Couple: 'মুখ বন্ধ', বাস স্ট্যান্ডে প্রেমিককে হাতের কাছে পেয়ে একটানা পরপর চড় তরুণীর, দেখুন ভাইরাল ভিডিয়ো

বর্তমানে আমনদীপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আমনদীপের কাছে ঠিক কত টাকার সম্পত্তি রয়েছে, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে। সেই সঙ্গে এই ঘটনায় আমনদীপের সঙ্গে আর কে কে জড়িত, সে বিষয়েও চলছে তল্লাশি। আমনদীপ কাকে বা কোন দলকে মাদক সরবারহ করতেন, পুলিশের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় পাঞ্জাব পুলিশের কনস্টেবল আমনদীপ কউর। প্রায়শয়ই তাঁকে রিল তৈরি করতে দেখা যেত। রিল ভিডিয়োর সূত্র ধরেই ক্রমশ আমনদীপের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে। সেই সঙ্গে তাঁর সন্দেহজনক কাজেও ক্রমশ বাড়তে শুরু করে। যা দেখে সন্দেহ হওয়ায় আমনদীপের খোঁজ নিয়ে, তাঁর উপর নজর রেখে শেষ পর্যন্ত কাঁকে পাকড়াও করা হয়।