নয়াদিল্লিঃ দীর্ঘদিন ধরে কনস্টেবলের(Constable) হাতে যৌন হেনস্থার (Sexual Assault) শিকার নাবালিকা। অসহায় হয়ে অভিযুক্ত কনস্টেবলের স্ত্রীয়ের দ্বারস্থ হয় নিগৃহীতা। কিন্তু এরপর যে তার এই পরিণতি হবে তা স্বপ্নেও ভাবতে পারেনি সে। স্বামীর কুকীর্তির কথা শুনে প্রতিবাদ করা তো দূর নিগৃহীতার উপর চরম অত্যাচার করল স্ত্রী। নাবালিকাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে গুণধর দম্পতির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। শুধু তাই নয়, হামলা চালানো হয় নাবালিকার বাবার উপর।
নাবালিকার উপর নির্মম অত্যাচার কনস্টেবল ও তার স্ত্রীর
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে লখনউয়ে। দীর্ঘদিন ধরেই কিশোরীর শ্লীলতাহানি করছিল ওই কনস্টেবল। মুখ বন্ধ রাখার জন্য হুমকি দেওয়া হয় তাকে। ভয়ে কাউকে কিছু বলেননি নাবালিকা। অসহায় হয়ে ওই কনস্টেবলের স্ত্রীকে সব জানাতে যায় সে। আর তখনই ওই নাবালিকাকে আক্রমণ করে কনস্টেবল ও তার স্ত্রী। মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া হয় নাবালিকাকে। মেয়ের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় বাবাকেও। মঙ্গলবার, বিবিডি থানায় ওই কনস্টেবল, তার স্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা এবং তার বাবা।ভেঙে গিয়েছে ও মেরুদণ্ডেও গুরুতর চোট রয়েছে নাবালিকার।
দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার শিকার, অভিযুক্তের স্ত্রীকে সব জানাতে গেলে নিগৃহীতাকে ছাদ থেকে ফেলে দিল 'গুণধর' দম্পতি
Girl Tells Constable's Wife He's Harassing Her, They Throw Her Off Roof https://t.co/c9Pe7tlCKD pic.twitter.com/Es4EsQ70nA
— NDTV News feed (@ndtvfeed) June 11, 2025