Viral Video: সহযাত্রীর গায়ে গায়ে গন্ধ কেন। এমনই অভিযোগে বিমান কর্মীকে কামড়ে দিলেন এক যাত্রী। চিনের (China) সেনজেন এয়ারলাইন্সের বিমানে এমনই একটি ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য। সেনজেন এয়ারলাইন্সের বিমানটি (China Flight) সেনজেন থেকে জিংডেজেনে যাচ্ছিল। মাঝ আকাশে ঘটে ওই ভয়ঙ্কর ঘটনা।
রিপোর্টে প্রকাশ, সেনজেন এয়ারলাইন্সের বিমানটি যখন উড়তে শুরু করে,সেই সময় এক যাত্রী অভিযোগ করেন, তাঁর সহযাত্রীকে নিয়ে। ওই যাত্রীর অভিযোগ, তাঁর পাশে বসা মানুষটির শরীর থেকে অদ্ভুদ বাজে গন্ধ বেরোচ্ছে। যা শুনে অভিযোগকারীর সহযাত্রী ক্ষেপে যান। তিনি গালাগালি দেন। গালাগালি শুনে ক্ষেপে গিয়ে ওই যাত্রী তাঁকে ধাক্কা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যা দেখে এক বিমান কর্মী সেখানে হাজির হন এবং মধ্যস্থতা করার চেষ্টা করেন। ওই বিমান কর্মী মধ্যস্থতা করার চেষ্টা করলে, তিনি আরও ক্ষেপে যান এবং তাঁকে কামড়ে দেন।
দেখুন সেই বিমান কর্মীকে কামড়ে ধরার ঘটনা...
Passenger on China flight bites stewardess after dispute over body odour
The injured flight attendant received medical attention and was later confirmed to be in stable condition.
Read more here: https://t.co/FazcvS2ZOl pic.twitter.com/oD2TZ1dWM9
— MustShareNews (@MustShareNews) April 4, 2025
ওই যাত্রী বিমান কর্মীকে কামড়ে ধরে আর ছাড়তে চান না। যা দেখে অন্য ক্রু এবং যাত্রীরা সেখানে হাজির হন এবং ওই মহিলাকে উদ্ধারের চেষ্টা করেন। কোনওক্রমে ওই ক্রুকে যাত্রীর দাঁতের কামড় থেকে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই বিমান কর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়। তবে সেনজেন এয়ারলাইন্সের ওই ঘটনার জেরে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্য যাত্রীদের মাঝে। এবং বিমান কর্মীরাও তটস্ত হয়ে পড়েন।
সোশ্যাল মিডিয়ায় সেনজেন এ.য়ারলাইন্সের ওই ঘটনা প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। ওই যাত্রী কেন বিমান কর্মীকে কামড়ে ধরলেন, তা নিয়ে প্রশ্ন করেন অনেকেই।