ঘূ্ণিঝড় (Cyclone) ডানা (Dana) স্থলভাগে আছড়ে পড়ার পর ২৫ অক্টোবর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। হাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ওড়িশায় ডানা আছড়ে পড়ার পর বালেশ্বরে যে বৃষ্টি হয়েছে, তার চেয়ে বেশি বর্ষণ হয়েছে কলকাতায় (Kolkata)। যার জেরে কলকাতার একাধিক জায়গায় জল জমতে শুরু করেছে। যা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, ডানার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার দিকে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। বৃষ্টি থামলে, আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে শহরের রাস্তা থেকে জল নেমে যাবে। আগে যেখানে কলকাতা শহরের রাস্তা থেকে জল সরতে ৩-৪ দিন লেগে যেত, বর্তমানে সেই সংখ্যা কমে ৩-৪ ঘণ্টায় এসে দাঁড়িয়েছে। গোটা শহরের পরিস্থিতির উপর নজর রাখছে পুরসভা। এমনও জানান ফিরহাদ হাকিম। ঘূর্ণিঝড়ের দাপটে শহরে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী নিজে নবান্নে থেকে সারারাত পরিস্থিতির উপর নজর রেখেছন। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন বলেও জানান মেয়র।
এক নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বহু অংশ। কী বললেন ফিরহাদ হাকিম...
Kolkata: Mayor Firhad Hakim says, "We are continuously trying to do various things regarding the cyclone Dana...After the rain ends, waterlogging in Kolkata will be cleared within 3 to 4 hours, whereas it previously took 3 to 4 days. All departments, along with our Kolkata… pic.twitter.com/cw9tGFVhWp
— IANS (@ians_india) October 25, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)