বিশ্ব জুড়ে পরিবেশ দূষণের পরিমান কমাতে জীবাস্ম জ্বালানী থেকে বিদ্যুত চালিত গাড়ির দিকে ঝুঁকছে নির্মাতারা। আর সেই সূত্রে গ্রাহককূলে চাহিদা বাড়ছে ইলেকট্রিক ভেহিকেলের। তবে শুধু গাড়ি বানালেই তো নয়, দরকার চার্জিং স্টেশনের। আর কোন চার্জিং স্টেশন আপনার বর্তমান লোকেশন থেকে কতদূর তা না জানলে পড়তে পারেন সমস্যায়। তাই এবার চার্জিং স্টেশনের লোকশনের জন্য নতুন ম্যাপ আনছে গুগল। নতুন এই ম্যাপে ট্রাফিকের পরিস্থিতি, ব্যাটারির চার্জ এবং অবশিষ্ট চার্জে কতক্ষণ চলবে সেই তথ্যের ভিত্তিতে আশেপাশের চার্জিং স্টেশন খুজে দিতে সক্ষম হবে নতুন এই ফিচার্স।
এআই পদ্ধতির সাহায্য নিয়ে লাইভ ভিউ এর মাধ্যমে স্ট্রীটের আরও ভাল পরিষ্কার ছবি দেখতে পারবেন গ্রাহকেরা। কোন রাস্তায় কতটা ট্রাফিক জ্যাম তা সহজেই দেখা যাবে। লাইভ ভিউ এর এই প্রযুক্তি ইতিমধ্যেই লন্ডন, নিউ ইয়র্ক, লস এঞ্জেলস, সানফ্রানসিসকোতে চালু হয়েছে। আরও বেশ কিছু স্থানে এই প্রযুক্তি কিছু দিনের মধ্যে চলে আসবে বলে জানা গেছে গুগলের তরফে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)