জন্মের শংসাপত্রের (Birth Certificate) গুরুত্ব নির্ধারণ করে নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্রীয় সরকার। এবার থেকে জন্মের শংসা পত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে দেখা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে, ড্রাইভিং লাইসেন্স, প্রত্যেকটি ক্ষেত্রে জন্মের শংসা পত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসেবে ধরা হবে বলে জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পাশাপাশি ভোটার তালিকা তৈরি, আধার নম্বর, বিয়ে, প্রায় সবকিছুর ক্ষেত্রেই ব্যবহার করা হবে জন্মের শংসা পত্র। সেই সঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে জন্মের সঠিক শংসা পত্র দেখাতে না পারলে, কোনও কাজ সম্পন্ন হবে না বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়। অর্থাৎ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেই এবার থেকে আপনাকে জন্মের শংসা পত্র দেখাতে হবে বলে স্পষ্ট জানানো হয়। চলতি বছরের ১ অক্টোবর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নয়া নিয়ম লাগু করা হবে বলেও জানা যাচ্ছে।

 

এবার থেকে দেশের প্রত্যেক সাধারণ নাগরিককে জন্মের শংসা পত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসেবেই দেখতে হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)