Top Most Tweeted About Hashtags In India 2019: ২০১৯-এ দেশের দশটি জনপ্রিয় হ্যাশট্যাগ টুইটের তালিকা প্রকাশ করল টুইটার, এক ঝলকে দেখে নিন
টুইটের ভারত (Photo Credits: Twitter/File Image)

মুম্বই, ১০ ডিসেম্বর: ২০১৯-এর হ্যাশট্যাগ সহযোগী ১০টি জনপ্রিয় টুইটের তালিকা প্রকাশ করল টুইটার। ভারতের ঘটনাবহুল টুইটগুলিকে এইভাবে #ThisHappened2019 প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চলতি বছরে ভারতে সবথেকে জনপ্রিয় হ্যাশট্যাগ সহযোগী টুইট হল #loksabhaelections2019। চলতি বছরে লোকসভা নির্বাচনের আগে ও ফল প্রকাশের পরে এই #loksabhaelections2019 টুইটটি বহুল ব্যবহৃত হয়েছে। সপ্তদশ সাধারণ নির্বাচনই আসলে ২০১৯ লোকসভা নির্বাচন। যেটি ২০১৯-এর ১১ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ১৯ মে। এবং ২৩-মে মধ্যে গণনা সম্পূর্ম করে ফলাফল প্রকাশিত হয়। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার সাড়া জাগানো জনপ্রিয়তা নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে।

লোকসভা নির্বাতনের পরে ভারতে জনপ্রিয় টুইটের তালিকায় ছিল চন্দ্রযান ২, পুরুষদের বিশ্বকাপ ক্রিকেট, পুলওয়ামা হামলা ও কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রসঙ্গ। জনপ্রিয়তার শীর্ষে থাকা টুইটগুলি যথাক্রমে #chandrayaan2,  #cwc19, #pulwama  and  #article370। শুধুমাত্র জ্বলন্ত রাজনৈতিক সমস্যা নয় বেশকিছু আকর্ষণীয় বিষয় নিয়েও হ্যাশট্যাগ সহযোগী টুইট রয়েছে। এক্ষেত্রে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চন্দ্রযান-২। চাঁদের চন্দ্রযান-২ এর ল্যান্ডিং। ভারতীয় মহাকাশ গবেষমা সংস্থা ইসরোর দ্বিতীয়বার চাঁদে পাড়ির মাধ্যম এই চন্দ্রযান-২। যেখানে বিক্রম ল্যান্ডর মুখ্য ভূমিকা পালন করেছে। চাঁদের কক্ষপথ টপকে সেখানকার মাটি স্পর্শ করার জন্য এই বিক্রম ল্যান্ডার তৈরি হয়েছে ইসরোর গবেষণাগারেই। চন্দ্রযান-২ এর হাত ধরে দ্বিতীয়বারের জন্য চাঁদে পা রাখতে চলেছে ভারত। বিশ্বের মহাকাশ গবেষণার ক্ষেত্রে যা উল্লেখযোগ্য ভূমিকা নেবে। এত বড় মাপের একটা লক্ষ্যমাত্রা নিয়ে যখন ১৩০ কোটির দেশ পথে নামে তখন তো সমর্থন থাকবেই। এক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। তাইতো #chandrayaan2 ব্যাপকহারে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। আরও পড়ুন-Viral Video: মেট্রোতে দাঁড়িয়ে প্রকাশ্যে ঠোঁটে ঠোঁট রেখে চুমু তরুণ তরুণীর, তর্ক বিতর্কে উত্তাল নেট দুনিয়া

ভারতের হ্যাপেনিং হ্যাশট্যাগ টুইটের মধ্যে জায়গা করে নিয়েছে বিগিল ও অ্যাভেঞ্জার্স মুভি। পুলওয়ামা হামলা ও ৩৭০ ধারা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। আলোর উৎসব দিওয়ালি রয়েছে সপ্তম স্থানে। অযোধ্যার রায় নবম ও ইদমোবারক দশম স্থানে রয়েছে। এই হ্যাশট্যাগগুলি মনে করিয়ে দেওয়াই শুধু টুইটারের উদ্দেশ্য নয়। এহেন হ্যাশট্যাগের মাধ্যমে ২০১৯-র গুরুত্বপূর্ণ ঘটনার সমাহারকেও এক সারিতে মনে করিয়ে দেওয়াই হল অন্যতম লক্ষ্য।