Representational Image Credit: Pixabay

দিল্লি, ২৮ মার্চ: মাত্র ২ সপ্তাহের শিশু কন্যাকে ভাসিয়ে দিলেন মা।  ১ বছরের ছেলেকে সঙ্গে রেখে দু সপ্তাহ বয়সী শিশু কন্যাকে ডুবিয়ে দেয় মা (Mother)। এবার এমনই এক নির্মম ঘটনার সাক্ষী হায়দরাবাদ (Hyderabad)। যেখানে তামিলনাড়ু (Tamil Nadu) থেকে হায়দরাবাদে আসা এক মহিলার স্বামীর কিডনি অকেজো হয়ে গেলে, সংসার প্রতিপালন করতে পারবেন না, এই ভয়ে ছোট্ট মেয়েকে তিনি ডুবিয়ে দেন। অসুস্থ স্বামী, ছেলে, মেয়ের লালন পালন করত পারবেন না এই ভয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেন মা। নিজের ২ সপ্তাহ বয়সী শিশু কন্যাকে জলে ভাসিয়ে দেন ওই মহিলা।

তবে ওই মহিলা নিজের কুকীর্তির কথা স্বীকার করেননি। অসুস্থ স্বামীকে তিনি জানান, পুকুরে বালতির মধ্যে ডুবন্ত অবস্থায় তিনি তাঁর মেয়েকে দেখতে পান। কেউ তাঁর মেয়েকে জলে ডুবিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ওই মহিলা। যা শুনে থানায় যান সংশ্লিষ্ট মহিলার স্বামী। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশি জিজ্ঞাসাবাদে হাজির হয়ে নিজের মেয়েকে জলে ডুবিয়ে খুনের কথা স্বীকার করেন ওই মহিলা।