International Tiger Day 2020: ২৯ জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, বাঘ সম্পর্কে ১০ টি অজানা তথ্য
Tiger. Photo Source: Wikipedia

বিশ্বজুড়ে ২৯ জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস হিসেবে মানা হয়ে থাকে। বাঘ সংরক্ষণের জন্য জনসচেতনতা বাড়াতে প্রতি বছর ২৯ জুলাই দিনটি বেছে নেওয়া হয়। ২০১০ সাল থেকে শুরু হয় এই বিশেষ দিনটির পালন। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র অভিবর্তনে এই দিনটি বাঘেদের জন্য পালন করা হয়ে থাকে। বিশ্ব বাঘ দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হল বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘের সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। বাঘ, যা পরিচিত বিগ ক্যাট নামেও। বিগ ক্যাট বাঘ নিয়ে রয়েছে একাধিক মজার তথ্য, দেখে নিন একনজরে। নগরায়ণের কারণে ক্রমশ 'ভিটে-মাটি' হারাচ্ছে বাঘ। প্রসঙ্গত, বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশ বাঘ ভারতেই রয়েছে। তবে চোরাশিকারকারী এবং বিশ্বের বিভিন্ন এলাকার প্রত্যন্ত গ্রামে বাঘ মারার প্রবণতা এখনও রয়েছে।

১. তিন কিলোমিটার দূর থেকে শোনা যায় বাঘের গর্জন

২. বাঘের গায়ে স্ট্রাইপ দেখা যায়, কিন্তু প্রতিটি বাঘের থেকে আরএকটি বাঘের গায়ের স্ট্রাইপ আলাদা হয়

৩. বাঘের প্রজাতি সবমিলিয়ে ৮ ধরণের হয়, তবে বিশ শতকে এরমধ্যে ৩ প্রজাতি বিলুপ্ত হয়েছে

৪. বাঘেরা একা থাকতেই স্বচ্ছন্দ, বিশাল এলাকাজুড়ে দখল করে থাকে এবং সেখানে কোনও শত্রুর প্রবেশ নিষেধ

৫. ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় এরা দৌঁড়তে পারে

৬. প্রতিটি বাঘই দক্ষ সাঁতারু হয়

৭. দীর্ঘতম বনবিড়াল হয় বাঘ, যার ওজন কমবেশি ৩৬৩ কেজি হয়

৮. গাছ বেয়ে সহজেই উপরে উঠে যেতে পারে বাঘ

৯. বাঘ জন্মানোর পর ৬ থেকে ৮ সপ্তাহ চোখে দেখতে পায়না

১০. একটি বাঘ কমবেশি ১১ বছর বেঁচে থাকে