Mahashivratri 2024: প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। সারাদিন-রাত উপোস থেকে মহাদেবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করেন ভক্তরা। শিবের উপাসনায় দুধ, বেলপাতাও দেওয়া হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অবিবাহিত মেয়েরা শিবরাত্রি করলে মনের মতো বর পায়। বিবাহিতদের বৈবাহিক জীবন সুখের হয়। বছরের প্রতি মাসেই কিন্তু শিবরাত্রি পালিত হয়। তবে, মহাশিবরাত্রি (Maha Shivratri) বছরে একবারই আসে, আর সেটা ফাল্গুন মাসে। এর পিছনেও পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে ।
মহাশিবরাত্রি পালনের কারণ হিসেবে পুরাণে একাধিক কাহিনি পাওয়া যায়-
সমুদ্র মন্থনের সময় এক পাত্র ভয়াবহ বিষ ওঠে। সেই সময় সাহায্যের জন্য এগিয়ে আসেন মহাদেব। ভয়ানক সেই বিষ তিনি নিজের কন্ঠে ধারণ করেন। বিষের তীব্রতায় তাঁর কণ্ঠ নীল হয়ে যায়। এই কারণেই শিবের আরেক নাম নীলকণ্ঠ। চতুর্দশীতে এই বিষ পান করায় দিনটিতে মহাশিবরাত্রি পালিত হয়।
আরও পড়ুন: Mahashivratri 2024: এবছর কবে পড়েছে মহাশিবরাত্রি? জেনে নিন শুভ মুহূর্ত
অন্য কাহিনিতে মহাশিবরাত্রির সঙ্গে শিব ও পার্বতীর বিয়ের কথা বলা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর দিনই শিব-পার্বতীর বিয়ে হয়। তাই এই দিনে শিবলিঙ্গের পুজো করে মেয়েরা শিবের মতো জীবনসঙ্গী প্রার্থনা করেন।