বীরভূম, পশ্চিমবঙ্গঃ সকল শক্তিপীঠের মত দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে তারাপীঠেও।সমুদ্রমন্থনে ওঠা বিষপান করে নীলকণ্ঠ হন মহাদেব৷ তাঁকে বাঁচাতে সন্তান রূপে স্তন পান করান দেবী৷ এ মন্দিরে সেই রূপেই তারাপীঠের অধিষ্ঠাত্রী দেবী পূজিতা হন। কালীপূজার ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে করা হয়েছে মঙ্গলারতি ও নিত্যপুজো। এরপর দুপুরে পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয়েছে মা কে। ভোগে রয়েছে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, ৫ রকম ভাজা, পাঁচ মেশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি।
তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি৷ দেবীও নিরাশ করেননি৷ মাতৃরূপে দর্শন দেন দেবী।পুরাণ মতে, কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন আদ্যাশক্তি। সেই কৌশিকী তিথিতেই তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের নিচে বসে সাধনা করে তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। ভক্তকে নিরাশ করেননি মা তারা। দেখা দেন বামদেবকে। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।
ইতিমধ্যেই ভক্তদের ভিড় বাড়ছে মন্দিরে। সেই ছবি সামনে এল -
West Bengal | Prayers being offered to goddess Kali at Tarapith temple in Birbhum on the occasion of #KaliPuja pic.twitter.com/ptaxu4P2xZ
— ANI (@ANI) October 24, 2022