
সোশ্যাল মিডিয়ায় ঝড়। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী মোনালিসা বা ঝুমা বৌদি (Jhuma boudi)। মোনালিসা যেখানে "রাহ্ মে উনসে মুলাকাত হো গায়ী" গানের তালে শাড়ি পরে নেচেছেন। হালকা গোলাপি ব্লাউজ আর হালকা খয়েরি রঙের শাড়িতে। একেবারে স্বপ্নের মতো লাগছে। ভিডিওটি পোস্টের পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভিডিওতে মোনালিসা কখনো বিছানায় বসে, কখনো হেলান দিয়ে লুক দিয়েছেন, কখনো চোখ বন্ধ করে, আবার কখনো হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন। চোখের এক্সপ্রেশন এবং শাড়ির আঁচলের খেলা যেন এক শিল্পকর্ম। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। “সুন্দরী”, “ম্যাজিক্যাল”, “হার্ট বিট মিস হয়ে গেল” এমন নানা ধরনের মন্তব্যে ভরে উঠেছে ।
মোনালিসা বরাবরই তাঁর স্টাইল ও গ্ল্যামার দিয়ে দর্শকদের মন জয় করে এসেছেন। তবে এই ভিডিও যেন অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে তাঁর ব্যক্তিত্বকে। নাচের পাশাপাশি তাঁর মুখের অভিব্যক্তি, মেকআপ, হালকা অলঙ্কার সব কিছুই ছিল নিখুঁত ও পরিমিত। শাড়ি পরে এমন সাবলীল ও মোহময় নৃত্য মন জয় করেছে নেটিজেনদের।
একজন বিখ্যাত অভিনেত্রী মোনালিসা। তার জন্মগত নাম অন্তরা বিশ্বাস, তবে অভিনয় জগতে প্রবেশ করার আগে নিজের নাম পরিবর্তন করে অন্তরা থেকে হয়ে ওঠেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসার সঙ্গে ঝুমা বৌদি (Jhuma boudi) নামেই জনপ্রিয় অন্তরা। মোনালিসা ভোজপুরির সঙ্গে হিন্দি টেলিভিশন সিরিয়াল, শো করার সঙ্গে অন্যান্য অনেক ভাষায় কাজ করেছেন। ভোজপুরি ছবিতে কাজ করার সঙ্গে বাংলা, হিন্দি, কন্নড়, ওড়িয়া, তামিল এবং তেলেগু ছবিতেও কাজ করেছেন মোনালিসা। ভোজপুরিতে খেসারি লাল যাদব, পবন সিং, দিনেশ লাল যাদবের মতো বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি।
১৯৮২ সালের ২১ নভেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্ম হয় অন্তরা বিশ্বাসের, যিনি বর্তমানে মোনালিসা। বাংলা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। ১০০টিরও বেশি ভোজপুরি ছবিতে কাজ করেছেন মোনালিসা বা ঝুমা বৌদি। তাঁর সৌন্দর্যের সঙ্গে অভিনয় এবং নাচের ভক্ত অগুনতি মানুষ। ২০১৬ সালের হিন্দি রিয়েলিটি শো বিগ বস সিজন ১০-এর প্রতিযোগী ছিলেন অভিনেত্রী মোনালিসা। তিনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন এবং প্রায় প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি ও রিল শেয়ার করেন তিনি।