Natasa Stankovic Ramp Walk and Aleksandar Alex seen taking care of her son Agastya (Photo Credits: Instagram)

মুম্বই, ১৩ এপ্রিলঃ বিবাহবিচ্ছেদের পর নিজেদের জীবন আবার নতুন করে গোছানো শুরু করেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও নাতাশা স্ট্যানকোভিচ (Natasa Stankovic)। এক সময়ে একে অপরের প্রেমে বুঁদ হয়ে থাকা তারকা জুটি আচমকা আলাদা হওয়ার সংবাদ ঘোষণা করায় অবাক হয়েছিলেন তাঁদের অনুরাগীরা। তবে বিচ্ছেদের কারণ তাঁরা কেউই স্পষ্ট করেননি। বিবাহবিচ্ছেদের ঘনঘটা মিটতেই আবার নতুন করে প্রেমে পড়েছেন প্রাক্তন স্বামী-স্ত্রী হার্দিক এবং নাতাশা।

সার্বিয়ার মেয়ে নাতাশা এবার প্রেমে পড়েছেন সার্বিয়ার মডেল তথা শরীরচর্চা প্রশিক্ষক আলেকজান্ডার আলেক্সের (Aleksandar Alex)। নেটপাড়া জুড়ে এখন সেই শোরগোলই ছড়িয়েছে। মুম্বই শহরের আনাচে কানাচে ক্যাফে, রেস্তোরাঁয় মাঝেমধ্যেই ক্যামেরাবন্দি হন দুজন। শনিবার মুম্বইয়ের একটি ফ্যাশন শো'য়ের র‍্যাম্পে হাঁটেন নাতাশা। চর্চিত প্রেমিকাকে উৎসাহ দিতে পৌঁছে গিয়েছিলেন আলেকজান্ডারও। তবে এদিনের বিশেষ আকর্ষণ ছিল খুদে অগস্ত্য। নাতাশার (Natasa Stankovic) ছেলেকে এদিন পিতৃসম স্নেহ দিতে দেখা গিয়েছে আলেকজান্ডারকে। তাকে কোলে বসিয়ে নাতাশার র‍্যাম্পে হাঁটা উপভোগ করেন দুজন। মাঝে ফাঁক বুঝে মোবাইল ফোনটি বের করে 'প্রেমিকাকে' ক্যামেরাবন্দিও করেন সার্বিয়ার যুবক। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। একরত্তি অগস্ত্যর (Agastya) প্রতি আলেকজান্ডারের এমন স্নেহ চোখ টেনেছে নেটবাসীর।

অগস্ত্যকে কোলে বসিয়ে নাতাশার র‍্যাম্পে  হাঁটা দেখছেন আলেকজান্ডারঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

এদিনের ফ্যাশন শো'য়ের আরও একটি ভিডিয়ো ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, খুদে অগস্ত্য কিছু নিয়ে জেদ করছেন। নাতাশা (Natasa Stankovic) ছেলেকে সামলাতে বললেন আলেকজান্ডারকে। এরপর আলেকজান্ডারের হাত ধরে ঝুলে পড়ে অগস্ত্য। তাকে আদর করে টেনে কোলে তুলে নেন আলেকজান্ডার।

আলেকজান্ডার-অগস্ত্যর খুনসুটিঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

২০২০ সালে শুরুতেই মডেল নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic) সঙ্গে বাগদান সারেন হার্দিক (Hardik Pandya)। মাস খানেকের মধ্যেই দম্পতির কোল আলো করে আসে পুত্র সন্তান অগস্ত্য। এরপর ছেলেকে নিয়েই ২০২৩ সালে রাজস্থানে নিয়ে জাঁকজমক করে বিয়ে সারেন হার্দিক এবং নাতাশা। বছর পার হতে না হতেই বিচ্ছেদের ঘোষণা।