Yusuf Pathan, Murshidabad Violence (Photo Credits: X)

সদ্য পাশ হওয়া ওয়াকফ আইনের প্রতিবাদে জ্বলছে মুর্শিদাবাদ (Murshidabad Violence)। সুতি, জঙ্গিপুর, ধুলিয়ানের মত বহু এলাকায় তাণ্ডব চলছে। ঘরবাড়ি, দোকানপাট পুড়িয়ে ফেলা হয়েছে। ঘর ছাড়া বহু মানুষ। গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন। ওয়াকফ সংশোধনী আইন (Waqf Act) প্রত্যাহারের দাবিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে জেলা জুড়ে। এমন অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে বহরমপুরের (Baharampur) তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান চায়ের কাপে শান্তির চুমুক দিচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় জুড়ে যখন মুর্শিদাবাদের ভয়বহ পরিস্থিতির দৃশ্য ছড়িয়ে পড়েছে সেই সময় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে 'অসল বিকেলে' 'সুন্দর চা' উপভোগ করার ছবি শেয়ার করলেন সাংসদ ইউসুফ (Yusuf Pathan)। মুর্শিদাবাদের জুড়ে চলা হিংসার মাঝে টিকিটি দেখা যায়নি বহরমপুরের তৃণমূল সাংসদের। উলটে তাঁর এমন শান্তিপূর্ণ মেজাজে চায়ের কাপে চুমুক দেওয়ার ছবি পোস্ট করায় জন্ম দিয়েছে তুমুল বিতর্কের। সাংসদের 'নীরবতা' যেন কিছুতেই মেনে নিতে পারছেন নেটবাসী। ইউসুফের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরাও।

চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেসের দাপুটে নেতা অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে বহরমপুরের সাংসদ হন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান (Yusuf Pathan)। জেলার এমন কঠিন সময়ে কেন তিনি চুপ রয়েছেন? প্রশ্ন আমজনতা-সহ বিরোধীদের। সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য ফেসবুকে লেখেন, 'বহরমপুরের সাংসদ আরামদায়ক বিকেল, ভালো চা এবং শান্ত পরিবেশ উপভোগ করছেন'।

সাংসদ ইউসুফের বিতর্কিত পোস্টঃ

 

View this post on Instagram

 

A post shared by Yusuf Pathan (@yusuf_pathan)

প্রতিবাদে মুখর বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। বললেন, বাংলা জ্বলছে। হিন্দুরা মারা যাচ্ছে। হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। অথচ পুলিশ চুপ। এদিকে সাংসদ ইউসুফ চায়ে চুমুক দিচ্ছেন।

এই অবস্থায় মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো মুর্শিদাবাদে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী।