Gold. (Photo Credits: X)

কলকাতাঃ মার্কিন প্রেসিডেন্ট (American President) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নয়া শুল্কনীতিতে (US Tariff) ধাক্কা খেয়েছে বিশ্ব অর্থনীতি। ধুঁকছে শেয়ার বাজার। দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা। মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা। আজ, রবিবার ১৩ এপ্রিল কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৮৯৮৫ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ছুঁয়েছে ৯৪,৫৫০ টাকা। গতকালের থেকে দাম বৃদ্ধি পেয়েছে ০.৩৭ শতাংশ।

চৈত্রের শেষে আকাশ ছোঁয়া সোনার দাম

পরিসংখ্যান বলছে বিগত এক সপ্তাহে সোনার দাম বেড়েছে ৫,০১০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪৬০০ টাকা। দেশে ১০ গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার টাকা। রাজধানীতে ১০ গ্রাম সোনার দাম ছাড়িয়েছে ৯৫,৮২০ টাকা। মধ্যবিত্তের মাথায় হাত। চেন্নাই ও মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৮৭,০০০ টাকা। আমেদাবাদে ১০ গ্রাম সোনার দাম ৮৭,৭৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ৯৫,৭২০। বিশেষজ্ঞদের মতে, অল্প দিনের মধ্যেই ১ লাগ ছোঁবে সোনালী ধাতুর দাম।

নববর্ষে সোনা কিনবেন ভাবছেন? দাম শুনলে মাথায় হাত!