
নয়াদিল্লিঃ যোগীরাজ্যে ফের গণধর্ষণের (Gang Rape) ঘটনা। হবু বরের (Fiance) সামনে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ১০ যুবকের বিরুদ্ধে। গ্রেফতার পাঁচ। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাসগঞ্জে (Kasganj)। জানা গিয়েছে, হবু বরের সঙ্গে কাসগঞ্জের বিখ্যাত পিকনিক স্পট নাদরাই অ্যাকুউডাক্টে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। সেখানেই তাঁদের আক্রমণ করে একদল যুবক। তাঁর হবু বরকে বেধড়ক মারধর করে সামনের একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ করে ওই ১০ যুবক।
কাসগঞ্জে গণধর্ষণের শিকার তরুণী
গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে অভিযুক্তরা। এরপর সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় তারা। ভয়ে গোটা ঘটনাটি চেপে গিয়েছিলেন নির্যাতিতা। কিন্তু ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপরই পরিবারকে সমস্ত ঘটনা খুলে বলেন তিনি। পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। বয়ান রেকর্ড করা হয় নির্যাতিতার। শোনা হয়, নির্যাতিতার হবু বরের অভিযোগ। তদন্তে নেমে পাঁচ যুবককে গ্রেফতার করে পুলিশ। বাকি পাঁচজনের খোঁজ চালাচ্ছে কোতয়ালি থানার পুলিশ। অন্যদিকে ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাতে গণধর্ষণের প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।
হবু বরের সামনে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৫, পলাতক ৫
Kasganj Horror: Girl Visiting Popular Picnic Spot With Fiance Gangraped in Broad Daylight, Accused Film Video of Sex Assault and Threaten To Circulate It; 5 Arrested https://t.co/aY0lohqq2q#Kasganj #Crime #Assault
— LatestLY (@latestly) April 13, 2025