Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ৬ মাস আগে বাড়ি থেকে খোয়া গিয়েছিল গয়না (Ornaments)। তবে তা আঁচ পাননি গৃহিণী। ৬ মাস পর বাড়ির প্রাক্তন পরিচারিকার ইউটিউব (YouTube) রিল (Reels)নাড়িয়ে দিল সবটা। রিলস ভিডিয়োতে অভিযোগকারিনী দেখেন, তাঁরই সাধের সব গয়না পরে রিলস বানাচ্ছেন ওই পরিচারিকা। এরপরই পুলিশের দ্বারস্থ হন তরুণী। পরিচারিকার বাড়ি থেকে উদ্ধার হয় গয়না। ঘটনাটি ঘটেছে কলকাতার বেহালার ইউনিক পার্ক এলাকায়। অভিযোগকারিনীর নাম সঞ্চিতা মুখোপাধ্যায়। দীর্ঘ তিনবছর ধরে তাঁর বাড়িয়ে কাজ করতেন পূর্ণিমা মণ্ডল। বয়স ৩৫। গত বছরের অক্টোবর মাসে শেষ তাঁর বাড়িতে কাজ করেন পূর্ণিমা।

রিলসের সূত্র ধরে গ্রেফতার পরিচারিকা

দীর্ঘদিন ধরে বাড়িতে কাজ করার সুবাদে পূর্ণিমার সঙ্গে ভালই চেনাজানা ছিল সঞ্চিতার। তাঁকে নিজের ইউটিউব চ্যানেলের কথা বলেন পূর্ণিমা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের রিলস শেয়ার করতেন তিনি। মাঝেমধ্যে ভিডিয়োর কমেন্ট পড়তে অসুবিধা হলে সঞ্চিতার সাহায্য নিতেন পূর্ণিমা। কাজ ছেড়ে দিলেও ইউটিউবে মাঝেমাঝেই পূর্ণিমার ভিডিয়ো দেখতেন সঞ্চিতা। আর একদিন একটি রিলসে তিনি দেখেন তাঁরই গয়না পরে রয়েছেন পূর্ণিমা। এরপরই টনক নড়ে সঞ্চিতার। আলমাড়ি ঘেঁটে দেখেন তাতে নেই সেই গয়না। এরপরই সোজা পুলিশের দ্বারস্থ হন সঞ্চিতা নামে ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে চুরির মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করে পর্ণশ্রী থানার পুলিশ। পূর্ণিমার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় খোয়া যাওয়া গয়না। এরপরই চুরির দায়ে গ্রেফতার করা হয় পরিচারিকা পূর্ণিমা মণ্ডলকে।

বাড়ি থেকে খোয়া গিয়েছিল গয়না, ইউটিউব রিলস ধরিয়ে দিল পরিচারিকাকে