Hanuman Jayanti 2025 (Photo Credits: ANI)

Hanuman Jayanti 2025: আজ শনিবার, ১২ এপ্রিল হনুমান জয়ন্তী। তিথি মতে, চৈত্র মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয়। মূলত বজরংবলীর জন্মদিন হিসাবে ধুমধাম করে আয়োজিত হয় পুজোর। মনে করা হয়, চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে রামচন্দ্রের জন্ম হয়েছিল। তার ঠিক কয়েক দিন পরেই তাঁর পরমভক্ত হনুমানজির জন্ম হয়েছিল।

আজ হনুমান জয়ন্তীতে বজরংবলীর আরাধনা করার শুভ সময় সকাল ৮টা ২ মিনিট থেকে শুরু হচ্ছে। যা চলবে বেলা ১২টা ২৪ মিনিট পর্যন্ত। এরপর আবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যে ৭টা ২৪ মিনিট পর্যন্ত থাকবে পুজো করার শুভ সময়।

তবে শনিবার ভোর থেকেই দিকে দিকে হনুমান মন্দিরগুলোতে ভক্ত সমাগম শুরু হয়েছে। বজরংবলীর আরাধনায় সকাল থেকেই উপচে পড়ছে ভিড়। কারণ হনুমান জয়ন্তীতে পুজোর বিধিতেই রয়েছে, ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে বজরংবলীর পুজো ও ধ্যান করতে হবে।

অযোধ্যার হনুমান গিড়হি মন্দিরের দৃশ্য দেখুনঃ

সেজে উঠেছে লখনউয়ের হনুমান মন্দিরঃ

মধ্যেপ্রদেশের পান্ডুরনার শ্রী হনুমান মন্দিরে বিপুল ভক্ত সমাগমঃ

 

দিল্লির শ্রী মারঘাট ওয়ালে হনুমান মন্দিরে বিপুল সংখ্যক জড়ো হয়েছেনঃ