
আসছে বাংলা ক্যালেন্ডারের আরো একটি নতুন বছর ১৪৩২, নতুন বছর মানেই নতুন ভাবনা নতুন উদ্যোগ। তবে বছরের প্রথম দিনটা সবাই একটু অন্যরকম ভাবে কাটাতে চায়। নতুন বছরকে বরণ করে নিতে সবাই চায় শুভ সূচনা, ভালো সময় বেছে নিতে। বাঙালির কাছে এক আবেগের দিন পহেলা বৈশাখ। তবে জ্যোতিষ শাস্ত্রে কিছু শুভ মুহূর্ত রয়েছে।
বাংলা বছরের প্রথম দিন ঘুম থেকে উঠুন সূর্যোদয়ের আগে। ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠা শুভ এই দিন।। নার্সেরে বেলুন সূর্যোদয়ের আগে সকাল ছটার মধ্যে। এই দিনটিতে সকলেই নতুন পোশাক পড়েন। তাই স্নান ছেড়ে নতুন পোশাক পড়ে পৌঁছে যান কোন মন্দিরে। মন্দিরে পুজো দিন দেবতার কাছে প্রার্থনা করুন। পহেলা বৈশাখ মূলত লক্ষ্মী এবং গণেশের পূজো হয় তবে যে কোন দেবতার মন্দিরেই পুজো দেয়া যেতে পারে। সকাল দশটার মধ্যে কোন সংস্কৃতি অনুষ্ঠান বা দানমূলক অনুষ্ঠান হলে সেখানে যোগ দিন। এই দিনে অসহায় মানুষদের উদ্দেশ্যে দান করা ভীষণ শুভ। চেষ্টা করুন পরিবারের সকলকে নিয়ে একসাথে মধ্যাহ্ন ভোজন স্বার্থে বেলা দুটোর মধ্যে সেরে নিন মধ্যাহ্নভোজন। এই দিনে বাঙালির খাবার বেছে নেবেন পাতে। কিছু সময় বিশ্রাম নিন কোন আধ্যাত্মিক বই পড়ে সময় কাটাতে পারেন। বিকেলে পরিচিত আত্মীয় বা বন্ধুদের সাথে দেখা করে কিছুটা সময় কাটিয়ে দিন। বাংলা বছরের প্রথম দিনে সান্ধ্যকালীন অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় সেই অনুষ্ঠানে পৌঁছে যান। উপভোগ করুন বাংলা সংস্কৃতির অনুষ্ঠান। সন্ধ্যা সাতটা একবার মন্দির দর্শন করতে পারেন। দেবতার উদ্দেশ্যে সান্ধ্যকালীন প্রার্থনা সেরে নিন। এই দিনটিতে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান হালখাতা করেন আমন্ত্রণ থাকলে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতা অনুষ্ঠানে যোগদান করুন।
পয়লা বৈশাখে লক্ষ্মী-গণেশের পুজোর শুভ সময়ঃ
১৫ এপ্রিল, মঙ্গলবার অমৃত যোগের শুভ সংযোগে লক্ষ্মী-গণেশের পুজো ও হালখাতা করা যেতে পারে।
সকাল ৭টা ৫০ মিনিট থেকে ১০টা ২০ মিনিট, দুপুর ১২টা ৫৩ মিনিট থেকে বেলা ২টো ৩২ মিনিট, দুপুর ৩টে ২৪ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৪ মিনিট
এদিন বারবেলা থাকবে সকাল ৬টা ৫৫ মনিট থেকে ৮টা ২৮ মিনিট পর্যন্ত ও দুপুর ১টা ১২ মিনিট থেকে ২টো ৪৫ মিনিট পর্যন্ত।