১২ই জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস।‌ শিশুদের অধিকার সুনিশ্চিত করা ও নিরাপদ ভবিষ্যৎ। এই অঙ্গীকার থেকেই এই দিনটির গুরুত্ব। এই দিনটির আসল লক্ষ্য হল, বিশ্বব্যাপী শিশুদের শ্রমের বিরুদ্ধে বার্তা ছড়িয়ে দেওয়া ও জনসচেতনতা করা। পাশাপাশি এবং শিশুশ্রম বন্ধ করতে সঠিক পদক্ষেপ নেওয়া।

একটি শিশুকে দিয়ে শারীরিক শ্রম করানো হল শিশুশ্রম। যা অমানবিক এবং আইন বিরুদ্ধ কাজ। এর জন্য শিশুর মানসিক ও সামাজিক বিকাশে বাধা সৃষ্টি হয়। দারিদ্র্য, অশিক্ষা, পরিবারের আর্থিক দুরবস্থা এবং সচেতনতার অভাবই মূলত শিশুশ্রমের প্রধান কারণ। এখনো বিভিন্ন জায়গায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শিশুশ্রম চলছে। এর ফলে ঐ শিশুর শৈশব ও অধিকার হরণ হচ্ছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ২০০২ সালে এই দিবস পালনের সূচনা করে। তখন থেকে বিভিন্ন সরকার, এনজিও, এবং আন্তর্জাতিক সংস্থা শিশুদের অধিকার রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করে আসছে। স্কুলে ভর্তি, অর্থনৈতিক সহায়তা, সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ ইত্যাদি পদক্ষেপের মাধ্যমে শিশুশ্রম কমানো সম্ভব।

২০২৫ সালের মধ্যে বিশ্ব থেকে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে পৌঁছাতে হলে শুধু সরকারি উদ্যোগ নয়, সকল মানুষকে এগিয়ে আসতে হবে।

বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসে আমাদের শপথ নিতে হবে, প্রত্যেক শিশুর জন্য এক নিরাপদ, শিক্ষামূলক ও আনন্দময় শৈশব নিশ্চিত করতে হবে। শিশুরা হাসবে, খেলবে- এটা নিশ্চিত করাই হোক আজকের শপথ।