২০২৫ এ বিশ্ব পিতৃ দিবস আজ অর্থাৎ ১৫ জুন। সন্তানরা তাঁদের স্পেশ্যাল হিরো বাবাকে সম্মান জানায় এই বিশেষ দিনে। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পিতৃ দিবস পালন করা হয়। এই বিশেষ দিনে বাবাকে তাঁর অবদানের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে উদযাপিত হয়। যেমন মা ভালোবাসার প্রতিচ্ছবি, তেমনি বাবা হলেন রক্ষা, দায়িত্ব আর সাহসের প্রতীক।

একজন বাবা নিজের সন্তানের জন্য জীবনের প্রতিটি মুহূর্তে কঠোর পরিশ্রম করেন। কখনও তিনি হয়ে ওঠেন বন্ধু, কখনও শিক্ষক, আবার কখনও নির্ভরতার সবচেয়ে বড় আশ্রয়। তাঁর নিঃশব্দ আত্মত্যাগ অনেক সময় চোখে পড়ে না, কিন্তু তাঁর ভালোবাসা থাকে নিঃস্বার্থ ও গভীর।

বিশ্ব পিতৃ দিবস অনেকেই বাবাকে বিশেষ শুভেচ্ছা জানান। চিঠি, কার্ড, উপহার কিংবা একসাথে কিছু সময় কাটিয়ে। স্কুল-কলেজে আয়োজিত হয় ‘বাবা দিবস স্পেশাল’ অনুষ্ঠানে কবিতা, গান ও আবৃত্তির মাধ্যমে বাবাদের প্রতি সম্মান জানানো হয়।

USA বা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম পালিত হয় ফাদার্স ডে। ওয়েস্ট ভার্জিনিয়ায় মাইন দুর্ঘটনায় মারা যান ১০০-র বেশি মানুষ। সেই সমস্ত মানুষদের প্রতি সম্মান জানানোর মধ্যে দিয়ে এই দিনটির ভাবনা। জানা যায়, সেই দুর্ঘটনায় মৃত্যু হয় এক আমেরিকাবাসীর। তাঁর মেয়ে গ্রেস গোল্ডেন ১৯০৮ সালের ৫ জুলাইয়ের রবিবার ফাদার্স ডে পালনের প্রস্তাব দেয়। তবে তার কয়েক বছর পর সোনোরা স্মার্ট ডড প্রস্তাব দেন। তাঁর বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট আমেরিকান সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন। তিনি তাঁর সৈনিক বাবার স্মৃতিতে ফাদার্স ডে পালনের কথা বলেন। সোনোরাই ফাদার্স ডে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয়। ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতি বছর জুন মাসের তৃতীয় সপ্তাহকে পিতৃ দিবসf পালনের কথা বলেন। এই ভাবেই পিতৃ দিবস এর প্রচলন।