নয়াদিল্লিঃ বর্ষা আসতেই ক্রমশ আমজনতার ঘুম ওড়াচ্ছে জিকা (Zika Virus)। পুনেতে (Pune) আরও পাঁচজনের শরীরে পাওয়া গেল এই ভাইরাসের নমুনা। শনিবার, তিনজন গর্ভবতী মহিলা সহ আরও পাঁচ জনের শরীরে এই ভাইরাসের (Virus() হদিশ মিলেছে। এখনও পর্যন্ত দেশে মোট ১১ জন এই ভাইরাসে সংক্রামিত। এটি একটি মশাবাহিত রোগ। মূলত এডিস মশার কামড় থেকে এই রোগ ছড়ায়। গর্ভবতী মহিলাদের (Pregnant Women) এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আর গর্ভবতীরা এই ভাইরাসে সংক্রামিত হলে, অসম্পূর্ণ মস্তিষ্ক নিয়ে জন্মাতে পারে শিশু। অর্থাৎ শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে ছোট হতে পারে। শুধু তাই নয়, চিকিৎসকরা জানিয়েছেন, শুধু মশার কামড় থেকে নয় যৌনসম্পর্কের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে এই ভাইরাস সম্পর্কে সচেতন বার্তা পাঠানো হয়েছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অবশ্যই মশারি রাখতে হবে এবং প্রয়োজন মতো তা ব্যবহার করতে হবে। মশার উপদ্রব বাড়লে তা দমন করতে হবে। উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া বিশেষভাবে জরুরি। কী এই ভাইরাসের উপসর্গ? চিকিৎসকেরা জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই এই ভাইরাসের প্রথম উপসর্গ জ্বর। এ ছাড়া হায়ে লাল-লাল ব়্যাশ দেখা দিতে পারে। কারও-কারও আবার শ্বাসকষ্টজনিত সমস্যাও দেখা দেয়।
#PMC confirmed #Zika infection in five more people in #Pune, including three pregnant women, taking the total number of confirmed patients to 11
Know more https://t.co/mB2UjeEp1r pic.twitter.com/htfsuQ5a2h
— The Times Of India (@timesofindia) July 7, 2024