প্রতি বছর ৫ অক্টোবর পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৪ সালে শিক্ষকদের সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে পালন করা শুরু হয় এই দিনটি। সেই থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয় আন্তর্জাতিক শিক্ষক দিবস। ১৯৬৬ সাল থেকে শিক্ষকদের উদ্দেশ্যে উৎসর্গ করার প্রচেষ্টা চলছিল এই দিনটিকে। ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হয় এই বৈঠকে।
বৈঠকে শিক্ষকদের সমস্যা নিয়ে একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে তাদের সমস্যার সমাধান করার দাবিও জানানো হয়। যদিও সেই সময় সমস্যার সমাধান না হলেও পরে ধীরে ধীরে এই বিষয়টি অগ্রসর হতে থাকে এবং অবশেষে ১৯৯৪ সালে এই দিনটিকে আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রতি বছর একটি থিমের মাধ্যমে পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। ২০২৪ সালে বিশ্ব শিক্ষক দিবসের থিম হচ্ছে শিক্ষকদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া।
২০২৩ সালে বিশ্ব শিক্ষক দিবসের থিম ছিল, আমরা যে শিক্ষা চাই তার জন্য আমাদের শিক্ষক দরকার, শিক্ষক ঘাটতি মেটাতে বিশ্বব্যাপী অপরিহার্য। ভারতে শিক্ষক দিবস পালন করা হয় ৫ সেপ্টেম্বর। মহান দার্শনিক, পণ্ডিত এবং ভারতরত্ন প্রাপ্ত ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় এই দিনটি। এদিন সারাদেশে স্কুল, কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।