উনিশ শতকের চোখধাঁধানো ধর্ম ও সমাজ ভাবনা। শতাব্দী বদলালেও, বদল হয়নি সেই প্রেক্ষাপটের। গোটা দেশের নিরিখে তাই আজও প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ।১৮৬৩ সালের ১২ জানুয়ারি। সেদিনের ইতিহাস তখন নতুন ভবিষ্যতের অপেক্ষায়। ভারতীয় সমাজ জীবনে জোর ধাক্কা দিয়েছিলেন তরুণ সন্ন্যাসী। ঘুরিয়ে দিয়েছিলেন বেদান্তদর্শনের মোড়। গোটা দুনিয়া তখন তাঁকে চিনে গিয়েছে স্বামী বিবেকানন্দ নামে। তাঁর ১৬০ তম জন্মদিনের প্রাক্কালে রইল তারই অমোঘ বাণী দিয়ে সাজানো  লেটেস্টলি বাংলার শ্রদ্ধার্ঘ্য-