আশ্বিন মাসের শুক্লপক্ষের দুর্গাপুজো কালের নিয়মে প্রধান পুজো হয়ে উঠলেও চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই প্রকৃত দুর্গাপুজো বলে মনে করেন অনেকেই। বাংলায় বাসন্তী পুজোর (Basanti Pujo) সূচনা হচ্ছে আজ (৩ এপ্রিল, ২০২৫)। চৈত্র মাসের শুক্লপক্ষে হয় বাসন্তী পুজো। এই সময় নয় দিন ধরে চৈত্র নবরাত্রি পালন করে অবাঙালি সম্প্রদায়।
এবার এক নজরে দেখে নেওয়া যাক বাসন্তী পুজো ২০২৫ (Basanti Puja 2025 Time & Tithi) নির্ঘণ্ট
ষষ্ঠী (৩ এপ্রিল,২০২৫)- বাসন্তী পুজোর ষষ্ঠী তিথি শুরু হয়েছে গতকাল( ১৯ চৈত্র, বুধবার, ২ এপ্রিল) রাত ১১ টা ৫১ মিনিট থেকে। ষষ্ঠী তিথি শেষ হচ্ছে আজ(২০ চৈত্র বৃহস্পতিবার, ৩ এপ্রিল) রাত ৯ টা ৪২ মিনিটে। আজ দেবী দুর্গার প্রতিমা স্থাপন।
সপ্তমী (৪ এপ্রিল, ২০২৫)- বাসন্তী পুজোর সপ্তমী তিথি আজ (২০ চৈত্র, বৃহস্পতিবার ৩ এপ্রিল) রাত ৯ টা ৪৩ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ৪ এপ্রিল (২১ চৈত্র, শুক্রবার) রাত ৮টা ১৩ মিনিটে। পঞ্জিকা অনুসারে সপ্তমী তিথিতে সকাল ৯টা ৩৭ মিনিটের মধ্যে নবপত্রিকা স্নান ও পুজোর বাকি আচার পালন করা হবে।
অষ্টমী (৫ এপ্রিল, ২০২৫)- বাসন্তী পুজোর অষ্টমী তিথি শুরু হচ্ছে ৪ এপ্রিল (২১ চৈত্র, শুক্রবার)রাত ৮ টা ১৪ মিনিটে এবং শেষ হচ্ছে ৫ এপ্রিল (২২ চৈত্র শনিবার) সন্ধ্যা ৭ টা ২৭ মিনিটে। পঞ্জিকা মতে, ৫ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩ মিনিট গতে সন্ধিপূজা আরম্ভ হবে, সন্ধ্যা ৭টা ২৭ মিনিট গতে বলিদান এবং এরপর সন্ধ্যা ৭টা ৫১ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপ্তি হবে।
নবমী (৬ এপ্রিল, ২০২৫)- বাসন্তী পুজোর নবমী তিথি ৫ এপ্রিল (২২ চৈত্র, শনিবার)শুরু হচ্ছে সন্ধ্যা ৭ টা ২৮ মিনিটে এবং তিথি শেষ হচ্ছে ৬ এপ্রিল (২৩ চৈত্র, রবিবার) সন্ধ্যা ৭ টা ২৪ মিনিটে। এ দিন রামনবমীও পালিত হবে।
দশমী (৭ এপ্রিল ২০২৫) -দেবীর বিসর্জন ও উৎসবের সমাপ্তি
বাসন্তী পুজোর দশমী তিথি ৬ এপ্রিল (২৩ চৈত্র, রবিবার) শুরু সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে এবং তিথি শেষ হবে ৭ এপ্রিল (২৪ চৈত্র, সোমবার) রাত ৮ টা ১ মিনিটে। পঞ্জিকা বলছে, সকাল ৯টা ৩৭ মিনিটের মধ্যে দশমীর পুজো সমাপ্তি ও বিসর্জনের কাজ করে ফেলতে হবে। (এই প্রতিবেদনের তথ্য বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে)