ছবি ট্যুইটার

দিল্লি, ১৮ মে: কোভিড (COVID 19) থেকে সেরে ওঠার পরও ক্লান্তি কাটছে না৷ করোনা যুদ্ধ জয় করেও অনিদ্রা, ক্লান্তি এবং অবসাদের শিকার হচ্ছেন অনেকে৷ কোভিড জয় করার পর শরীরের ক্লান্তি যেমন কাটছে না, তেমনি অনিদ্রা যেন গ্রাস করছে৷ সম্প্রতি এমনই বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসকের (Doctor) দ্বারস্থ হচ্ছে বহু মানুষ৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন এইমসের চিকিৎসক নীরজ নিশ্চল৷ তিনি বলেন, সময়ই সবকিছুর উপশম করতে পারে৷ কোভিড থেকে যাঁরা সুস্থ সেরে উঠছেন, নতুন করে তাঁদের জীবন শুরু করতে হবে৷ হতাশায় না ভুগে জীবন নিয়ে সব সময় পজিটিভ থাকতে হবে বলেও জানান এইমসের ওই চিকিৎসক৷

আরও পড়ুন: Kangana Ranaut: কোভিড থেকে সেরে উঠে বিস্ফোরণ কঙ্গনার

পাশাপাশি কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর যদি কেউ অনর্গল সমাাজিক মাধ্যমে চোখ রাখেন, তাহলে তাঁর দুঃশ্চিন্তা বাড়বে বৈ কমবে না৷ সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করা মানে অহেতুক সেখান থেকে দুঃশ্চিন্তা আমদানি করা৷ কোভিড (Corona) থেকে যাঁরা সেরে উঠছেন, নিয়মিত তাঁরা চিকিৎসকের কাছে যান৷ পরামর্শ করুন বলেও জানান এইমসের ওই চিকিৎসক৷

আরও পড়ুন: PM Modi: ভ্যাকসিনের যোগান বাড়ানোর চেষ্টা চলছে প্রতিনিয়ত, বললেন মোদী

পাশাপাশি গত বছরের তুলনায় এবার কোভিড থেকে যাঁরা সেরে উঠছেন, তাঁদের মধ্যে অবসাদের মাত্রা বেশি দেখা যাচ্ছে৷ কেন এমন হচ্ছে! এই প্রশ্নের উত্তরে এইমসের চিকিৎসক বলেন, গত বছরের তুলনায় এবারের কোভিড বেশি শক্তিশালী৷ তাই করোনা মুক্তির পর শরীরে যে পোস্ট কোভিড উপসর্গ দেখা যাচ্ছে,তাও শক্তিশালী বলে মন্তব্য করেন ওই চিকিৎসক৷ কোভিড হলে প্রথমে শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্থ হত কিন্তু বর্তমানে গোটা শরীরে ক্ষতিগ্রস্থ হচ্ছে৷ তাই রোগমুক্তির পর তা মানুষের মনেও প্রভাব ফেলছে আরও বেশি করে বলে মন্তব্য করেন এইমসের ওই চিকিৎসক৷