Kangana Ranaut: কোভিড থেকে সেরে উঠে বিস্ফোরণ কঙ্গনার
কঙ্গনা রানাউত, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৮ মে: কোভিড থেকে সেরে উঠলেন কঙ্গনা রানাউত৷ কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর নিজের ইস্টাগ্রামে সেই খবর জানান কঙ্গনা ( Kangana Ranaut)৷

কঙ্গনা বলেন, কোভিড (COVID 19) থেকে সেরে উঠেছেন তিনি৷ কীভাবে তিনি এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেয়েছেন, তা সবাইকে বলতে চান৷ পাশাপাশি এই ভাইরাসকে কম শক্তিশালী বললে অনেকেই তাঁর উপর ক্ষেপে যাবেন বলে মন্তব্য করেন কঙ্গনা৷ পাশাপাশি কোভিড ফ্যান ক্লাব বলেও সমালোচকদের একহাত নেন বলিউড অভিনেত্রী(Actor)৷ তবে তাঁর সুস্থতার জন্য যাঁরা প্রার্থনা করেছেন, প্রত্যেকককে ধন্যবাদ জানান কঙ্গনা রানাউত৷

আরও পড়ুন: Cyclone Tauktae: ঘূর্ণিঝড় তকতে জের, রণবীর, আলিয়ার সাধের বাড়ির কী হল দেখুন

সম্প্রতি কোভিডে আক্রান্ত হন কঙ্গনা৷ বাড়িতেই হোম আইসোলেশনে থেকে তিনি সুস্থ হয়ে ওঠেন৷ বাড়িতে নিভৃতবাসে থাকলেও, একের পর এক মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসতে শুরু করেন কঙ্গনা৷ এমনকী, উত্তরপ্রদেশ এবং গঙ্গায় যে মৃতদেহগুলি ভাসছে, সেগুলি এখানকার ছবি নয়৷ নাইজেরিয়ার ছবি বলেও দাবি করেন কঙ্গনা৷ যা নিয়ে বলিউড অভিনেত্রীর জোরদার সমালোচনা শুরু হয়ে যায় প্রায় গোটা দেশ জুড়ে৷