Cyclone Tauktae: ঘূর্ণিঝড় তকতে জের, রণবীর, আলিয়ার সাধের বাড়ির কী হল দেখুন
রণবীর, আলিয়া, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৮ মে: একে করোনার দাপট, তার সঙ্গে ঘূর্ণিঝড় (Cyclone) তকতে (Tauktae)৷ যার জেরে কার্যত বিধ্বস্ত মুম্বই (Mumbai)৷ করোনার (COVID 19) দাপটে যখন প্রায় গোটা দেশ জুড়ে মানুষ ঘরবন্দি, সেই সময় তকতে কার্যত দাপিয়ে বেড়ায় গোটা মুম্বই জুড়ে৷ ঘূর্ণিঝড় তকতের দাপট রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সাধের বাড়িতেও প্রভাব ফেলে৷

বিয়ের আগে নিজেদের ফ্ল্যাট সাজিয়ে নিচ্ছেন রণবীর (Ranbir Kapoor), আলিয়া (Alia Bhatt)৷ ড্যাফোডিলস নামের ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এখনও পুরো তৈরি হয়ে ওঠেনি৷ তার আগেই তকতের জেরে ওই অ্যাপার্টেমেন্টে সামনে একটি বিশাল গাছ উপড়ে পড়ে৷ রণবীর, আলিয়ার সাধের ফ্ল্যাটের কোনও ক্ষয়ক্ষতি তকতের জেরে হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি৷

আরও পড়ুন: Rahul Gandhi: 'করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে জেগে উঠুক মোদী সরকার'

 

View this post on Instagram

 

তবে তকতে যে বলিউডের (Bollywood) এই হাই প্রোফাইল দম্পতির ভালবাসার ফ্ল্যাটের সামনের এলাকা কার্যত বিধ্বস্ত করে দিয়েছে, তা বেশ স্পষ্ট৷ যদিও রণবীর, আলিয়া এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি৷