গতকাল, শনিবার অনেক আশা থাকলেও উত্তরাখণ্ডের উত্তর কাশীর সিল্কয়ারার সুড়ঙ্গে থেকে আটকে থাকা ৪১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। বরং শুক্রবার রাতে ধাতব দণ্ডে ধাক্কা খেয়ে ভেঙে পড়া মার্কিন অগার মেশিন এখন উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গত ১২ নভেম্বর দিওয়ালির দিন উত্তর কাশীর সুড়ঙ্গে দুর্ঘটনার পর থেকেই ভিতরে আটকে পড়েন বাংলার তিন সহ মোট ৪১ জন শ্রমিক।

মার্কিন অগার মেশিনের ভাঙা ব্লেড বের করে আনতে হায়দরাবাদ থেকে আনা প্লাজমা মেশিন রবিবার সকাল কাজ শুরু করেছে। আর ১৪ মিটার গেলেই সেই মেশিন বের করে আনা যাবে। তারপর সুড়ঙ্গে আটক পড়াদের কাজ পৌঁছনোর জন্য শেষ ১০.২ মিটার ম্য়ানুয়াল ড্রিলিং শুরু হবে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বাংলার তিন শ্রমিক সহ সিল্কয়ারার সুড়ঙ্গে আটকে আছেন মোট ৪১ জন। সুড়ঙ্গ থেকে বের করে আনার পর শ্রমিকদের হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার জন্য 'গ্রিন করিডর' পুরোপুরি তৈরি রাখা হয়েছে। দুপুর থেকেই ম্য়ানুয়েল ড্রিলিংয়ের কাজ শুরু হবে বলে আশা করে হচ্ছে। আর তারই প্রতীক্ষায় দেশ।

দেখুন ভিডিয়ো

একটানা দু সপ্তাহ হয়ে গেলে সুড়ঙ্গর মধ্যে আটকে আছেন ৪১ জন। সুড়ঙ্গের বাইরে ছেলেদের ঘরে ফেরার প্রবল আকাঙ্ক্ষায় পথ চেয়ে বসে ৪১ জন শ্রমিকের পরিবার। ছয় ইঞ্জির চওড়া পাইপ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সুড়ঙ্গের মধ্যে শ্রমিকদের কাছে। সেই পাইপ দিয়ে এন্ডোসকপির ক্যামেরা এবং ওয়াকি টকি দিয়ে শ্রমিকদের দর্শন এবং খবরাখবর মিলেছে। সুড়ঙ্গের ভিতর দীর্ঘদিন ধরে আটকা থাকায় অবসাদে গ্রাস করছে শ্রমিকদের। তাই চিকিৎসকদের পরামর্শ মত তাঁদের মনোরঞ্জনের জন্যে লুডো এবং তাস পাঠিয়েছে উদ্ধারকারীরা।