মরিশাস সফরে মোদী (ছবিঃX)

নয়াদিল্লিঃ মরিশাস (Mauritius)সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। মঙ্গল সকালে পোর্ট লুইসে পৌঁছয় প্রধানমন্ত্রীর বিমান। সেদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে যোগ দেবেন মোদী। এদিন সকালে দ্বীপরাষ্ট্র মরিশাসে পৌঁছেই সেখানকার বোটানিক্যাল গার্ডেনে পৌঁছে যান মোদী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম। মরিশাসের এসএসআর বোটানিক্যাল গার্ডেনে বেল গাছ রোপণ করেন মোদী।

মরিশাস সফরে মোদী,  দ্বীপরাষ্ট্রের মাটিতে পুঁতলেন গাছ

প্রসঙ্গত, প্রায় ৯ বছর পর মরিশাসে পা দিয়েছেন মোদী। এই সফরকালে ২০টিরও বেশি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মোদী। মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের সঙ্গে যৌথভাবে সিভিল সার্ভিস কলেজ ভবনের উদ্বোধন করবেন মোদী। এছাড়াও প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত 'এরিয়া হেলথ সেন্টার' এবং ২০টি কমিউনিটি প্রকল্পের ই-উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই ২০টি প্রকল্পের মধ্যে রয়েছে ক্রীড়া পরিকাঠামোও। মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের আমন্ত্রণেই এই সফরে গিয়েছেন মোদী। এদিন বিমানবন্দরে মোদীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান নবীন ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দ্বীপরাষ্ট্রের প্রায় 200 জন কূটনীতিক ও বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা ৷ মরিশাসে পৌঁছেই এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "পরম বন্ধু তথা প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের অভ্যর্থনায় আমি আপ্লুত ৷ এই সফরে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশাবাদী ৷"

মরিশাসের মাটিতে বৃক্ষরোপণ মোদীর, দেখুন ভিডিয়ো