আসন্ন রাজ্যসভার নির্বাচনে চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থী তালিকায় দুটি বড় চমক। সর্বভারতীয় সংবাদমাধ্যমের নামী সাংবাদিক সাগরিকা ঘোষ (Sagarika Ghose)-কে রাজ্যসভার প্রার্থী করলেন মমতা। নাজিমুল হক ( Nadimul Haque), সুস্মিতা দেব (Sushmita Dev)-দের মনোনয়ন দেওয়ার পাশাপাশি জোড়া ফুলের রাজ্যসভায় প্রার্থী তালিকায় চমক মতুয়া নেত্রী তথা বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur)। মতুয়া মন জিততে বড়মা-র পুত্রবধূ মমতাকে রাজ্যসভা পাঠাচ্ছেন দিদি।
লোকসভা নির্বাচনের আগে সিএএ নিয়ে তোলপাড়ের আগে বনগাঁ-র প্রাক্তন সাংসদ মমতাকে রাজ্যসভায় প্রার্থী করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজিমাত করলেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞমহলের মত। মতুয়া ভোটের সিংহভাগ পেয়ে ২০১৯ লোকসভা নির্বাচনে বনগাঁ ও রানাঘাটে বড় ব্যবধানে জেতে বিজেপি। ২০২১ বিধানসভায় গোটা রাজ্যে বিজেপির কার্যত ভরাডুবি হলেও মতুয়াদের ভোট পেয়ে বনগাঁ, রানাঘাটে বেশ ভাল ফলই করেছিল পদ্ম শিবির। আরও পড়ুন-রাজ্যে বাম-কংগ্রেস-আইএসএফ জোট! ২০:২০:২ ফর্মুলায় লড়বেন অধীর-বিমান-নওশাদরা?
এবার পদ্মের মতুয়া গড়ে ফাটল ধরাতে মমতাকে রাজ্যসভায় পাঠাচ্ছেন। ২০১৯ লোকসভা নির্বাচনে বড় মা-র নাতি শান্তনু ঠাকুরের কাছে হেরেছিলেন মতুয়া সমাজের বড়মা-র পুত্রবধূ মমতাবালা। তার আগে বড় মা-র বড় ছেলে সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুর এক বছর পর ২০১৫ সালে বনগাঁ লোকসভায় উপনির্বাচনে জিতে সাংসদ হয়েথিলেন মমতাবালা ঠাকুর।
দেখুন খবরটি
We are pleased to announce the candidature of @sagarikaghose, @SushmitaDevAITC, @MdNadimulHaque6 and Mamata Bala Thakur for the forthcoming Rajya Sabha elections.
We extend our heartfelt wishes to them and may they work towards upholding Trinamool’s enduring legacy of…
— All India Trinamool Congress (@AITCofficial) February 11, 2024
মমতাবালা ঠাকুরের পাশাপাশি রাজ্যসভায় দলের দুই সাংসদ সুস্মিতা দেব ও নাদিমুল হকের মেয়াদ বাড়াতে তাঁদের নাম প্রার্থী তালিকায় রাখল জোড়া ফুল শিবির। তবে রাজ্যসভায় মেয়াদ শেষ হতে চলা-শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস এবং শান্তনু সেনের নাম তৃণমূলের প্রার্থী তালিকায় নেই।
বাংলায় রাজ্যসভার পাঁচটি আসনে নির্বাচন হবে। পরিষদীয় অঙ্কের হিসাবে, এ বার চারটি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বাংলা থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। তাঁর মেয়াদ শেষ হতে চলেছে।