কানাডায় চাকরি দেওয়ার নাম করে ২০ জনকে ঠকানোর অভিযোগে গ্রেফতার ১। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে (Tamilnadu)। অভিযোগ, কানাডাতে উচ্চ বেতনের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ২০ জনের কাছ থেকে ১ কোটি টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গেছে শিবারাজন নামের এক ট্রাভেল এজেন্সীর ব্যবসায়ী কানাডা (Canada) উচ্চ হারে বেতনে কাজ পাইয়ে দেওয়ার নাম করে পত্রিকায় বিজ্ঞাপন দিত। সেই বিজ্ঞাপন দেখে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেন। এবং কানাডায় চাকরি পাওয়ার জন্য টাকাও দিয়ে দেন। শিবরাজন নামের ওই ব্যক্তি প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে আগাম জমা দিতে বলেন চাকরির জন্য। তবে শেষমেষ কোন আশা না পাওয়া পুলিশের অভিযোগ দায়ের করা হয় এবং ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে ওই ব্যক্তিকে।
#TamilNadu Police arrested a 33-year-old man for duping as many as 20 people of Rs 1 crore on the pretext of getting them high paying jobs in #Canada.
Police said that Sivarajan (33) was running a travel agency in Chennai and he had put advertisements in local dailies about high… pic.twitter.com/YT0dMrngMv
— IANS (@ians_india) February 14, 2024