দিল্লি, ১৭ ডিসেম্বর: অনলাইনে পর্ন (Online Pornography) বন্ধ নিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। মহিলাদের সুরক্ষিত করা হোক। গোটা দেশের মহিলাদের সুরক্ষিত করা হোক। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশে এমনই জানাল সুপ্রিম কোর্ট। পাবলিক ট্রান্সপোর্টে চড়াকালীন কীভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করতে হবে, সে বিষয়ে প্রত্যেককে অবগত করতে হবে। সেই সঙ্গে অনলাইন পর্নোগ্রাফি নিষিদ্ধ করা হোক বলে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়, তার প্রেক্ষিতে এবার কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জল ভুঁইয়ার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। মহিলাদের সুরক্ষার বিষয়ে কোনও বর্বরতা সহ্য করা হবে না বলে জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে। ২০২৫ সালে ফের এই মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়।
আরও পড়ুন: R.G. Kar Hospital: মহিলা চিকিৎসকের নির্যাতন, খুনের ঘটনায় আরজিকরে হাজির জাতীয় মহিলা কমিশন, দেখুন
প্রসঙ্গত আরজিকর-কাণ্ড থেকে শুরু করে দেশে একের পর এক মহিলাদের উপর ঘটে যাওয়া অপরাধের ঘটনা নিয়ে গোটা দেশে তোলপাড় শুরু হয়ে যায়। দেশ জুড়ে ধর্ষণ এবং মহিলাদের উপর নির্যাতন, অপরাধ বন্ধ করতে অনলাইন পর্নোগ্রাফি বন্ধ করা হোক বলে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত মহালক্ষ্মী পাভানি নামে এক মহিলা ধর্ষণ (Rape) এবং মহিলাদের উপর অত্যাচার বন্ধ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। যেখানে তিনি ২০১২ সালে ঘটে যাওয়া এক ধর্ষণের উল্লেখ করে আক্ষেপ জানান, এত বছর পরও দেশে মহিলাদের উপর অত্যাচার বন্ধ হয়নি। তার জেরেই ওই জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মহালক্ষ্মী পাভানি আরজিকরে চিকিৎসক পড়ুয়ার উপর ধর্ষণের ঘটনারও উল্লেখ করেন।