নতুন দিল্লি, ২৬ জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের আগের রাতে চলতি বছরের ১১৯ জন পদ্ম পুরস্কার প্রাপকের নাম (Padma Awards 2021) ঘোষণা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই তালিকায় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের পাশাপাশি রয়েছেন প্রয়াত সংগীত শিল্পী এসপি বালা সুব্রমণিয়াম। এই তালিকার সাতজন পাচ্ছেন পদ্মবিভূষণ, ১০জন পদ্মভূষণ। আর ১০২ জন পাচ্ছেন পদ্মশ্রী। উল্লেখ্য, এই পদ্ম পুরস্কার প্রাপকের তালিকার মধ্যে মহিলার সংখ্যা ২৯ এবং বিদেশি ও প্রবাসী ভারতীয় মিলিয়ে রয়েছেন ১০ জন। ১৬ জনকে মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে। একজন রূপান্তরিতও পাচ্ছেন পদ্ম পুরস্কার। শিনজো আবে যখন জাপানের প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারতের সঙ্গে জাপানের সম্পর্কে এক অন্য মাত্রায় পৌঁছেছিল। তাই সেই সম্পর্কের স্বীকৃতি স্বরূপ শিনজো আবেও পদ্মবিভূষণ পাচ্ছেন। আরও পড়ুন-Dhruv Helicopter Crash: জরুরি অবতরণের সময় উপত্যাকায় সেনা হেলিকপ্টার ভেঙে মৃত চালক, আহত ১
বাংলার পদ্ম সম্মান প্রাপকদের তালিকাটি ইতিমধ্যেই টুইটারে শেয়ার করেছেন রাজ্যাপল জগদীপ ধনখড়। পদ্মবিভূষণ, পদ্মভূষণের কোনওটিই এবার বাংলার ঘরে আসছে না। তবে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সাত বাঙালি পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। শিল্পজগতে অবদানের জন্য সাহিত্যিক নারায়ণ দেবনাথ, শান্তিপুরের তাঁতশিল্পী বীরেনকুমার বসাক, ক্রীড়াবিভাগ থেকে টেবিল টেনিস খেলোয়ার মৌমা দাস, সমাজকল্যাণের জন্য কমলি সোরেন, সাহিত্য ও শিক্ষায় 'পদ্মশ্রী' পুরস্কারে সম্মানিত হচ্ছেন ধর্মনারায়ণ বর্মা, সুজিত চট্টোপাধ্যায় ও জগদীশচন্দ্র হালদার। মাত্র দু'টাকায় ৩০০ পড়ুয়াকে পড়ানোর জন্য 'সদাই ফকিরের পাঠাশালা' খুলেছেন সুজিত বাবু। কামতাপুরী ভাষার প্রসারে বিশেষ অবদান রেখেছেন ধর্মনারায়ণ বর্মা।
দুই বিদেশের বাঙালিও এবার পদ্মশ্রী সম্মানে পেতে চলেছেন। এঁরা হলেন পাবলিক অ্যাফেয়ার্স বিভাগে কর্নেল কাজি সাজ্জাদ আলি জাহির ও শিল্পজগতে অসামান্য অবদানের জন্য সানজিদা খাতুন খাতুন পেলেন 'পদ্মশ্রী' পুরস্কার। এছাড়াও পদ্মশ্রীর তালিকায় রয়েছে, গুলফাম আহমেদ, রামাস্বমী আন্নাভারাপু, সুব্বু আরুমুগাম, প্রকাশ রাও আসাবাড়ি, পি অনিতা, ভউরি বাই, রলিনী বরুয়া, রজনী বেক্টর, পিটার ব্রুকের মতো নাম।