Dhruv Helicopter Crash: জরুরি অবতরণের সময় উপত্যাকায় সেনা হেলিকপ্টার ভেঙে মৃত চালক, আহত ১
ধ্রুব হেলিকপ্টার (Photo Credits: ANI | Twitter)

জম্মু, ২৬ জানুয়ারি: উপত্যকায় ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার। এই ঘটনায় হেলিকপ্টারের পাইলটের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের খাটুয়া জেলায় অবতরণের সময়ই যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে এই হেলিকপ্টার ধ্রুব। কপ্টারটি পাঠানকোট থেকে আসছিল। এই প্রসঙ্গে কাঠুয়ার লাখানপুর জেলার পুলিশ সুপার শৈলেন্দ্র মিশ্র বলেন, সেনার রসদ নিয়ে চপারটি আসছিল এখানে। হিন্দুস্তান অ্যারোন্যাটিক্স লিমিটেডের তৈরি অত্যন্ত হালকা ওজনের যান এই ধ্রুব হেলিকপ্টার। সেনার রসদ বয়ে আনার জন্য দুজন পাইলট ছিলেন কপ্টারে। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে লাখানপুরের কাছে প্রায় অনিচ্ছা সত্ত্বেও কপ্টার অবতরণের সিদ্ধান্ত নেন দুই পাইলট। তখনই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে (Dhruv Helicopter Crash)। আরও পড়ুন-Republic Day 2021 Live Streaming: কোথায়, কখন দেখবেন ৭২-তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান? জানুন বিস্তারিত

দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটি থেকে পাইলট দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। আর একজন আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই মাসের গোড়াতেই দুর্ঘটনার কবলে পড়েছিল সেনাবাহিনীর মিগ-২১ বাইসন ফাইটার জেট। শ্রীনগরের গঙ্গানগর জেলার সুরাটগড় বিমানঘাঁটির কাছে যান্ত্রিক গোলযোগ শুরু হয়। বিমান ভেঙে পড়লেও প্রাণে বেঁচে যান পাইলট। এদিকে সাধারণতন্ত্র দিবসের আগের দিন সেনার হেলিকপ্টার ভেঙে এমন দুর্ঘটনায় ঘটায় উপত্যকায় নেমেছে শোকের ছায়া।