নতুন দিল্লি, ২৯ অক্টোবর: সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির জেরে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার দুই দিনের সফরে শ্রীনগরে পৌঁছল ইউরোপিয়ান ইউনিয়নের এমপিদের (EU delegation) ২৩ সদস্যদের প্রতিনিধিদল। এই খবরেই নজির বিহীন আক্রমণ শানালেন এআইএমএম প্রধান আসাদউদ্দিন ওয়েসি (Asaduddin Owaisi)। তিনি বলেন, নাৎসি প্রীতির জন্য যারা খ্যাত সেইসব ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আজ মুসলিম অধ্যুষিত উপত্যকায় গেলেন। এঁদের আবার তীব্র ইসলাম আতঙ্ক রয়েছে। দারুণ পছন্দ, যাঁরা ইসলামী আতঙ্কে দিশেহারা তারাই কি না ইসলাম অধ্যুষিত উপত্যকা কাশ্মীর পরিদর্শনে গেলেন। তবে তিনি একা নন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi) এদিন এই প্রশ্নে কেন্দ্রকে এক হাত নিলেন।
এদিন প্রিয়াঙ্কা বলেন, ইউরোপীয় সাংসদদের কাশ্মীর সফরের অনুমতি দেওয়া হল। কাশ্মীরিদের সমস্যায় নাক গলানোর অনুমতিও দেওয়া হল। অন্যদিকে দেশের সাংসদরা কাশ্মীরে প্রবেশের সুযোগই পেলেন না। তাঁরা বিমানবন্দরে পৌঁছে গেলেও উপত্যকায় ঠুকতে না দিয়ে ফেরত পাঠানো হল। এটা সত্যিই অন্যরকম জাতীয়তাবাদের নিদর্শন। মঙ্গলবার সকালে কাশ্মীর সফরের জন্য রওনা হয়ে গিয়েছেন ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা। সোমবারই এই সফরের জন্য তাঁরা দিল্লিতে এসে পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎও করেন তাঁরা। আরও পড়ুন-Tamilnadu toddler drowned in a tub of water: সুজিত উইলসনের উদ্ধারকাজ দেখতে গিয়ে একরত্তি শিশুকন্যাকে হারালেন বাবা-মা
Fantastic Choice of MEPs who suffer from a disease -Islamophobia (Nazi lovers)are going to Muslim majority Valley ,sure people will welcome them by “Ware Paeth Khoshh Paeth”
Gairon pe karam apano pe sitam, ai jaan-e-vafaa ye zulm na kar
rahane de abhi thodaa saa dharam https://t.co/e51vfc03bA
— Asaduddin Owaisi (@asadowaisi) October 29, 2019
সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করেন ইউরোপিয়ান ইউনিয়নের এমপিরা। ভারতে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তাঁদের জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) এবং লাদাখ সফরের সাফল্য কামনা করেন। সেই সঙ্গে ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তাঁদের বিশদে জানান নমো। মধ্যহ্নভোজে মিলিত হয়ে এমপিদের কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও (NSA Ajit Doval) । এদিকে কিছু দিন আগে কাশ্মীরে প্রবেশ করতে চাইলে অনুমতি দেওয়া হয়নি এক আমেরিকান সেনেটরকে। মাস দুয়েক আগে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করতে গিয়ে বাধা পান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই সফরে এমপিদের উপত্যকা এবং জম্মু ও কাশ্মীরের অন্যান্য অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে তথ্য পরিবেশন করবেন সরকারি আধিকারিকরা। এ ছাড়া, জনসাধারণের একাংশের সঙ্গেও তাঁরা সরাসরি কথা বলবেন বলে জানা গিয়েছে।