Lok Sabha Elections 2019: কংগ্রেসকে এই প্রথম যে বিষয়ে ছাপিয়ে গেল বিজেপি
এবার রেকর্ড সংখ্যাক আসনে প্রার্থী দিয়েছে শাসক দল বিজেপি। (ফাইল ছবি)

গত লোকসভা নির্বাচন (Lok Sabha Election) কংগ্রেস (Congress)-কে ৫০-এর নিচে নামিয়ে বিজেপি (BJP) এমনিতেই ইতিহাস গড়ে ফেলেছিল। নরেন্দ্র মোদী (Narendra Modi) ঝড়ে দেশের সবচেয়ে পুরনো বড় দল কংগ্রেস প্রায় উড়ে গিয়েছিল। গত পাঁচ বছরে ত্রিপুরা (Tripura), অসম (Assam) সহ এমন বেশ কিছু রাজ্যে বিজেপি সরকার গড়েছে, যেখানে তাদের সেভাবে অস্তিত্বই ছিল না। দেশের মসনদে বসার পর মোদী ঝড়ে ভর করে দেশজুড়ে নিজেদের আরও বেশি ছড়িয়ে দেয় বিজেপি। একটা সময় ছিল, যখন বলা হত কংগ্রেসই ভারতের একমাত্র দল যাদের পতাকা দেশের সব প্রান্তের অলিগলিতে আছে। দেশের সবচেয়ে বেশি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে কংগ্রেসের রেকর্ড ছিল দেখার মত। আসলে কাশ্মীর থেকে কন্যাকুমারী-সর্বত্রই প্রার্থী দেওয়ার ক্ষমতা তাদের আছে। এবার কংগ্রেসের সেই রেকর্ড ভেঙে দিল বিজেপি।

এই প্রথমবার কোনও লোকসভা নির্বাচনে কংগ্রেসের থেকে বেশি আসনে প্রার্থী দিচ্ছে বিজেপি। কংগ্রেস যেখানে ৪২৩টি আসনে প্রার্থী দিচ্ছে, সেখানে পদ্মফুলের প্রতীকে দেশজুড়ে ভোটে লড়ছেন ৪৩৭জন প্রার্থী। মানে হাতের থেকে পদ্মের প্রতীকে ১৪জন প্রার্থী বেশি লড়ছেন। ২০১৪ লোকসভা নির্বাচনে ৪২৭টি আসনে প্রার্থী দিয়ে বিজেপি জিতেছিল ২৮২টি আসনে। সেখানে কংগ্রেস ৪৫০টি আসনে প্রার্থী দাঁড় করিয়ে পেয়েছিল মাত্র ৪৪টি আসনে।  এমন কিছু রাজ্যে এবার বিজেপি একাই লড়ছে, যেখানে আগে তারা জোট গড়ে লড়ত। যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এখানকার ৪২টি আসনেই বিজেপি একা প্রার্থী দিচ্ছে। তবে শুধু প্রার্থী দেওয়াই নয়, জেতার সম্ভবনার বিষয়েও (প্রথম তিন স্থানে থাকার ব্যাপারে) কংগ্রেসের থেকে এগিয়ে বিজেপি। ১৯৮০ সালের পর এই প্রথম বিজেপি এত বেশি আসনে লোকসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছে।

তবে কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়টি গুরুত্ব না দিয়ে বলা হয়েছে, তারা অনেক জায়গাতেই জোটে আছে বলে পরিসংখ্যানটা এমন দেখাচ্ছে। বিজেপি- এই পরিসংখ্যানে বেজায় খুশি। বিজেপি-র পক্ষ থেকে বলা হয়েছে, কংগ্রেস যে কতটা তাত্পর্যহীন হয়ে পড়ছে এটাই তার প্রমাণ।

২০১৯ লোকসভা কোন দলে কটা আসনে প্রার্থী দিচ্ছে

বিজেপি: ৪৩৭টি আসনে

কংগ্রেস: ৪২৩টি আসনে